1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভিয়েতনাম

ভিয়েতনামে ক্যাফেতে আগুন, মৃত ১১

১৯ ডিসেম্বর ২০২৪

কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের সঙ্গে ঝামেলার পর তিনতলা ক্যাফের একতলায় আগুন লাগায় এক ক্রেতা। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

https://p.dw.com/p/4oLLG
ভিয়েতনামের ক্যাফেতে আগুন নেভানোর কাজ চলছে।
ভিয়েতনামের ক্যাফেতে আগুন লাগানো হয় বলে পুলিশ জানিয়েছে। ছবি: Hau Dinh/AP Photo/picture alliance

বুধবার রাতে হ্যানয়ের একটি ক্যাফেতে এই আগুন লাগানো হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিয়েতনামের জনসুরক্ষা মন্ত্রণালয়ের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, পুলিশ রাত এগারোটা নাগাদ আগুন লাগার খবর পায়। তখন অনেকে ক্যাফেতে আটকে পড়েছিলেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের সন্দেহ, ক্যাফেতে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছিল। ধৃত ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। সে তিনতলা ক্যাফের একতলায় আগুন ধরিয়ে দেয়। তার আগে ক্যাফের কর্মীদের সঙ্গে তার প্রবল তর্কাতর্কি হয়।

আগুন দ্রুত ছড়ায়

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন খুব দ্রুত ছড়ায়। তার ফলে আটক মানুষদের উদ্ধার করার কাজ বাধা পায়। ক্যাফে থেকে বেরোনোর সবকটি জায়গায় আগন জ্বলতে থাকে।

পুড়ে যাওয়া ক্যাফের সামনে দাঁড়িয়ে আছেন দমকলকর্মীরা।
আগুনে তিনতলা ক্যাফে পুড়ে যায়। ছবি: Hau Dinh/AP Photo/picture alliance

ক্য়াফের কর্তৃপক্ষ জানিয়েছে, সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে দুই জন হাসপাতালে ভর্তি। আগুনে ১১ জনের মৃত্যু হয়েছে।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)