ভূমধ্যসাগরীয় অঞ্চলে খরার দাপট
ইউরোপের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকায় প্রচণ্ড খরা দেখা দিয়েছে৷ আসন্ন বসন্তে পরিস্থিতির আরও খারাপ হতে পারে৷
ফলন কম
পানির অভাবে ইটালির সিসিলি দ্বীপের গাছে অনেক কমলা শুকিয়ে যাচ্ছে৷ আর যেগুলো পাকছে সেগুলোর আকার স্বাভাবিকের চেয়ে ছোট হচ্ছে৷ ফেব্রুয়ারির শুরুতে কর্তৃপক্ষ প্রচণ্ড খরার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে৷
শীতে বৃষ্টি নেই
ইউরোপিয়ান আর্থ অবজারভেশন প্রোগ্রাম কপার্নিকাসের তথ্য বলছে, ইউরোপের এক-চতুর্থাংশ ও উত্তর আফ্রিকায় প্রচণ্ড খরা চলছে৷ গতবছর গ্রীষ্মে তাপদাহের পর এবার শীতকালেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এর কারণ বলে বিশ্লেষকেরা মনে করছেন৷ ছবিতে মরক্কোর কৃষিজমি দেখা যাচ্ছে৷
গবাদিপশুর খাবারের অভাব
সিসিলির কৃষকেরা জানেন না তাদের গবাদিপশুকে কী খাওয়াবেন৷ কারণ গত বসন্তে ঝড়ের কারণে গবাদিপশুর জন্য জোগাড় করে খাবারের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷
প্রচণ্ড খরা
মরক্কো, ইটালির দক্ষিণাঞ্চল, স্পেন, আলজেরিয়া ও টিউনিশিয়ায় প্রচণ্ড খরা চলছে৷ গতবছর অবস্থা আরও খারাপ ছিল৷ সেবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রায় ৩১.৩ শতাংশ এলাকায় খরা দেখা দিয়েছিল৷
সবুজের পরিবর্তে বাদামি
মহাকাশ থেকে তোলা মরক্কোর কাসাব্লাংকার ছবি৷ বছরের এই সময়টায় ছবিতে সবুজের দেখা পাওয়া যাওয়ার কথা৷ কিন্তু এবার তা বাদামি দেখাচ্ছে৷ ফেব্রুয়ারিতে মরক্কোতে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছিল, যা গড়ের চেয়ে অনেক বেশি৷ মরক্কোতে টানা ছয় বছর ধরে খরা চলছে৷
যতটুকু পাওয়া যায়
টিউনিশিয়ার এই কৃষক গত নভেম্বরে অন্তত কিছু জলপাই সংগ্রহ করতে পেরেছিলেন৷ টিউনিশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হচ্ছে জলপাই৷ এবার তার উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমে গেছে৷ কপার্নিকাস বলছে, এবারের জানুয়ারি মাস সবচেয়ে উষ্ণ ছিল৷
শীতে গ্রীষ্মের তাপমাত্রা
এবারের জানুয়ারিটা স্পেনের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল৷ মালাগাসহ কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছিল৷ সাধারণত জুনে এমন তাপমাত্রা দেখা যায়৷
কাটালুনিয়ায় জরুরি অবস্থা
স্পেনের উত্তরেও পরিস্থিতি বেশ খারাপ৷ ছবিতে কাটালুনিয়ার একটি জলাধার দেখা যাচ্ছে যেখানে পানি নেই, নৌকাগুলো শুকনায় পড়ে আছে৷ এই জলাধার থেকে বার্সেলোনায় পানি সরবরাহ করা হয়৷ কিন্তু এখন সেখানে পানির পরিমাণ ৪ শতাংশে নেমে এসেছে৷ তাই কাটালুনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং পানি ব্যবহার সীমিত করা হয়েছে৷
পানির দেখা নেই
ফেব্রুয়ারির শুরুতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের পিরেনি এলাকার আগলি নদীর অবস্থা এমন ছিল৷ ভূমধ্যসাগরীয় এলাকায় আসন্ন বসন্তে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে কপার্নিকাস৷ এছাড়া পাহাড়ে তুষারপাত কম হবে৷ ফলে বরফ গলা পানি কম হবে৷ অথচ এই পানি দিয়ে নদীগুলো পূর্ণ হয়ে থাকে৷