ভূমধ্যসাগরে তুরস্কের গবেষণা স্থগিত
২৮ জুলাই ২০২০গত সপ্তাহে গ্রিস সংলগ্ন রোডস, কারপাথোস এবং কাস্টেলপারিসো দ্বীপের কাছে গবেষণা জাহাজ পাঠানোর ঘোষণা দেয় তুরস্ক৷ তারপর থেকে ন্যাটোর দুই সদস্য দেশ তুরস্ক আর গ্রিসের মধ্যে উত্তেজনা বাড়ছিল৷
তেল এবং গ্যাস উত্তোলনের জন্য গবেষণা জাহাজ পাঠানোর ঘোষণার আগে তুরস্ক অভিযোগ তোলে, গ্রিস তাদের তেল এবং গ্যাসের লাভ থেকে বঞ্চিত করার চেষ্টা করছে৷ তুরস্কের এ অভিযোগ অস্বীকার করে জাহাজ পাঠানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় গ্রিস৷ দেশটির পক্ষ থেকে বলা হয়, তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাহাজ পাঠাচ্ছে৷ এমন তৎপরতার কারণে দেশটির ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার সম্ভাবনা কমতে পারে বলেও দাবি করা হয়৷
এর জবাবে তুরস্ক দাবি করে নিজেদের জলসীমাতেই ওরুচ রেইস নামের জাহাজ পাঠাবে তারা, সুতরাং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অমূলক৷
গ্রিস নিজেদের জলসীমায় জাহাজের সংখ্যা বাড়াচ্ছে এমন খবরে বৈরি ভাবাপন্ন দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরো চড়ছিল৷ তুরস্কের গবেষণা জাহাজ পাঠানোর ঘোষণার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপের আরো কয়েকটি দেশ৷
তবে মঙ্গলবার তুরস্কের মুখপাত্র ইব্রাহিম খালেদ বলেন, গবেষণার পরিকল্পনা স্থগিত করা হবে৷ তিনি আরো জানান, গ্রিসের সঙ্গে আলোচনা করতে তার দেশ প্রস্তুত৷ সিএনএন টার্ক-কে ইব্রাহিম খালিদ জানান, প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ ইতিমধ্যে সবার প্রতি ‘গঠনমূক দৃষ্টভঙ্গি’ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ‘(গবেষণার) বিষয়টি কিছু সময়ের জন্য স্থগিত’ রাখতে বলেছেন৷