1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্বর্ণ সিংহ’

৮ সেপ্টেম্বর ২০১২

বিশ্বের সবচেয়ে প্রাচীন ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শেষ পর্যায়ে চলছে ‘স্বর্ণ সিংহ’ জয় নিয়ে জল্পনা-কল্পনা৷ চলচ্চিত্র বিশ্লেষকদের দৃষ্টিতে এবারের শ্রেষ্ঠত্বের দৌড়ে এগিয়ে রয়েছে ফরাসি, কোরীয় এবং মার্কিন ছবিগুলো৷

https://p.dw.com/p/165Qh
View of a winged lion statue ahead of the 67th Annual Venice Film Festival, in Venice, Italy, 31 August 2010. The golden lion with wings is a symbol of the festival running from 01 to 11 September. EPA/CLAUDIO ONORATI .
Filmfestspiele in Venedig Symbolbildছবি: picture alliance / dpa

ফরাসি পরিচালক অলিভিয়েঁ আসায়াস দর্শকের মন কেড়েছেন তাঁর ‘অপরঁস মাই' ছবিটি দিয়ে৷ এতে তিনি সত্তরের দশকে একদল তরুণের যৌবনে পা দেওয়ার প্রস্তুতির গল্প তুলে ধরেছেন৷ ভেনিস উৎসবে সেরা হওয়ার দৌড়ে আসায়াস-এর ছবিটির সাথে পাল্লা দিচ্ছে দক্ষিণ কোরীয় পরিচালক কিম কি-ডুক'এর ছবি ‘পিটা'৷ বার্তা সংস্থা এএফপি'র সাথে এক সাক্ষাৎকারে কি-ডুক বলেন, ‘‘আমার বিশ্বাস এই ছবির দর্শকরা পুঁজিবাদি সমাজকে নিয়ে প্রশ্ন তুলবেন৷''

এছাড়া চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছে পল থমাস অ্যান্ডারসন-এর ছবি ‘দ্য মাস্টার'৷ এতে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স এবং ফিলিপ সেমুর হফম্যান৷ ছবিটিতে হফম্যান-এর অনুসারী ফিনিক্স তাঁর চমৎকার অভিনয়ের জন্য এ বছর সেরা অভিনেতা হতে পারেন এমন মন্তব্য ভেনিসের লাল গালিচা বিছানো চত্বরে এবং বাইরেও শোনা যাচ্ছে৷ তবে কোন কোন বিশ্লেষক মনে করছেন, এবারের শিরোপা ফিনিক্স এবং হফম্যান দু'জনকেই যৌথভাবে দেওয়া হতে পারে৷

VENICE, ITALY - AUGUST 29: Actress Kate Hudson and Matt Bellamy attend "The Reluctant Fundamentalist" Premiere And Opening Ceremony during the 69th Venice International Film Festival at Palazzo del Cinema on August 29, 2012 in Venice, Italy. (Photo by Pascal Le Segretain/Getty Images)
ভেনিস উৎসবে হলিউড তারকা কেট হাডসন আর ম্যাট বেলামিছবি: Getty Images

এছাড়া এবারের ভেনিস উৎসবে শিরোপা জয়ের দৌড়ে পাল্লা দিচ্ছেন ডেনিস কোয়েড ও কাড মেরাড৷ ‘অ্যাট অ্যানি প্রাইস' ছবিতে আইওয়া'র গ্রামে কৃষকের ভূমিকায় অভিনয় করেছেন কোয়েড৷ আর ‘সুপারস্টার' ছবির জনপ্রিয় চরিত্রে কাজ করেছেন মেরাড৷

সেরা হওয়ার দৌড়ে এবার পাল্লা দিচ্ছে বিভিন্ন দেশের মোট ১৮টি ছবি৷ এগুলোর মধ্যে টেরেসে মালিক এর ‘টু দ্য অন্ডার' ছবিটিও রয়েছে৷ কিছু ছবি সমালোচক ফিলিপিনস-এর পরিচালক ব্রিয়ান্তে মেন্দোজা'র ছবি ‘সিনাপুপুনান' তথা ‘দাই ওম্ব' এর সেরা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন৷ মেন্দোজা ২০০৯ সালে তাঁর ‘কিনাটাই' বা ‘বুচার্ড' ছবির জন্য সেরা পরিচালক হন৷ মেন্দোজা ‘সিনাপুপুনান' ছবিটিতে মিন্দানাউ-এর মুসলমান সমাজের একটি চিত্র তুলে ধরেছেন৷ এই ছবির নায়িকা নোরা আউনোর সেরা অভিনেত্রী হতে পারেন এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে৷

এএইচ / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য