ভেনিস ভ্রমণের ১০ তথ্য
বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক শহরগুলোর একটি হিসেবে মনে করা হয় ভেনিসকে৷ শুধু শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস নয়, নানা সাহিত্য, শিল্পকর্মের অংশ হিসেবেও নানা সময়ে উঠে এসেছে ভেনিসের নাম৷
খালের শহর
‘ভাসমান শহর’ নামেও পরিচিত ভেনিস৷ শহরটিতে গাড়ি নিয়ে যাওয়ার মতো কোন রাস্তা নেই৷ ১১৮টি দ্বীপের এই দ্বীপপুঞ্জ অনেকগুলো খাল ও সেতু দিয়ে যুক্ত৷ ফলে ফেরি, আর নৌকাই এই অঞ্চলের যাতায়াতের একমাত্র মাধ্যম৷ ভেনিসের মূল খাল – গ্র্যান্ড ক্যানেল প্রায় ৩ দশমিক ৮ কিলোমিটার লম্বা, এবং পুরো শহরের মধ্য দিয়ে প্রবাহিত৷
গন্ডোলা ভ্রমণ
হাতে পর্যাপ্ত সময় থাকলে যে জিনিসটা ভেনিসে অবশ্যই উপভোগ করা উচিত, তা হলো ঐতিহ্যবাহী গন্ডোলা ভ্রমণ৷ গন্ডোলা বিশেষ এক ধরনের নৌকা৷ ভেনিসের খালের জলে ভাসতে ভাসতে দেখে নিতে পারেন পর্যটন আকর্ষণগুলো৷ আর যদি গন্ডোলার মাঝি মাঝে মধ্যে গান ধরে, তাহলে তো কথাই নেই৷ এ সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা৷
গথিক স্থাপত্য
স্থাপত্যকলার এই জটিল শাখাটির উৎপত্তি চতুর্দশ শতাব্দীতে ভেনিসে৷ শহরটির ভবনগুলিতে গথিকের সাথে বাইজেন্টাইন ও অটোমান সংস্কৃতিরও সংমিশ্রণ ঘটেছে৷
ট্যাট্রো লা ফেনিস
ইটালির সবচেয়ে নামকরা অপেরা হাউসের মধ্যে একটি অবস্থিত ভেনিসের৷ ১৭৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে তিনবার আগুনে বিধ্বস্ত হওয়ার পরও দাঁড়িয়ে আছে অপেরা হাউস৷ এ কারণে ট্যাট্রো লা ফেনিস – দ্য ফিনিক্স নামেও পরিচিত৷ এই অপেরা হাউসের শো দেখার জন্য প্রতিদিনই পর্যটকদের ভিড় লেগেই থাকে৷
মুখোশের শহর
অনেক নামেই পরিচিত ভেনিস৷ এর মধ্যে অন্যতম ‘মুখোশের শহর’৷ প্রতি বছরই ভেনিসে অনুষ্টিত হয় কার্নিভাল৷ ভেনিশিয়ান কার্নিভাল উপলক্ষ্যে ছোট্ট শহরটিতে জড়ো হন লাখো পর্যটক৷ অর্থ এবং রুচির ওপর নির্ভর করে আপনিও বেছে নিতে পারেন অসাধারণ সব মুখোশ৷
সামুদ্রিক খাবারের রাজ্য
যারা সামুদ্রিক খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য এক স্বর্গরাজ্য ভেনিস৷ ভেনিশিয়ান লেগুন থেকে আনা তাজা সব সামুদ্রিক মাছ, আর স্কুইড, অক্টোপাসের মতো নানা ধরনের খাবার সহজেই আনতে পারে জিভে জল৷
বুরানো দ্বীপ
ভেনিশিয়ান লেগুনে অবস্থিত একটি দ্বীপ বুরানো৷ ভেনিস থেকে এক দিনেই ঘুরে আসা যায় জেলেদের এই দ্বীপ থেকে৷ দ্বীপের রংবেরঙের ঘরগুলো চোখ ধাঁধানোর মতো সুন্দর৷ সেইন্ট মার্ক স্কয়্যার থেকে ওয়াটার বাসে খুব সহজেই যাওয়া যায় বুরানোতে৷
স্বর্ণালি দ্বীপ – লিডো
ভেনিশিয়ান লেগুন থেকে আড্রিয়াটিক সাগরকে আলাদা করে রেখেছে এই দ্বীপটি৷ সোনালি বালিয়াড়ি এবং সমুদ্র সৈকত তো আছেই, বিশ্বের সবচেয়ে পুরাতন চলচ্চিত্র উৎসব – ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকও এই দ্বীপ৷
ভেনিশিয়ান কাঁচ
ভেনিসের আরেক ঐতিহ্যবাহী শিল্প – কাঁচের বাসনপত্র৷ দক্ষ কারিগররা কাঁচ গলিয়ে সুক্ষ্ম সব কারুকাজ ফুটিয়ে তুলেন৷ ফুলদানি থেকে শুরু করে ঝাড়বাতি, এমনকি কাঁচ দিয়ে অপরূপ সব গয়নাও তৈরি করেন তাঁরা৷ এক টুকরো ভেনিস কে না সাথে নিয়ে যেতে চায়, পাশাপাশি উৎসাহ পায় স্থানীয় শিল্প ও কারগররাও৷
জনপ্রিয় ভ্রমণ গন্তব্য
প্রতি বছরই বিশাল বিশাল জাহাজে করে ভেনিসে আসেন লাখো পর্যটক৷ স্থানীয় জনগণ অবশ্য এ কারণে অনেকটাই বিরক্ত৷ অতিরিক্ত পর্যটকের আগমনে শহরের বৈশিষ্ট্য এবং চরিত্র পালটে যাচ্ছে বলে মনে করেন তাঁরা৷ পাশাপাশি লেগুনে অতিরিক্ত জাহাজের আনাগোনায় পরিবেশও পড়ছে হুমকিতে৷ ফলে দাবি উঠছে পর্যটক নিয়ন্ত্রণেরও৷