1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলায় উগো চাবেস-এর দলের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ

২৭ সেপ্টেম্বর ২০১০

উগো চাবেস-এর ক্ষমতাসীন দল ইউনাইটেড সোস্যালিস্ট পার্টি ভেনেজুয়েলার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে৷ এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন দল পেয়েছে ৯৪টি আসন৷ অপরদিকে, বিরোধী মোর্চা পেয়েছে ৬২টি আসন৷

https://p.dw.com/p/PNUR
উগো চাবেসছবি: AP

জাতীয় নির্বাচন পরিষদের প্রধান সোমবার প্রত্যুষে এই ফলাফল ঘোষণা করেন৷ তবে এখনো আরও কয়েকটি আসনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে৷ মোট ১৬৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ দেশটির ১২ হাজার ৫৬২টি ভোটকেন্দ্রে রবিবার ভোট প্রদান করেন ভোটাররা৷

নির্বাচনে মোট এক কোটি ৭০ লাখ ভোটার হিসেবে নিজেদের নিবন্ধন করলেও, ৬৬ শতাংশ ভোট পড়ে বলে খবর৷ নির্বাচনকালে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আড়াই লাখ সেনা মোতায়েন করা হয়েছিলো৷ নির্বাচনের ফলাফল প্রকাশের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে উগো চাবেস তাঁর দলের এই বিজয়কে জনগণের নতুন বিজয় বলে উল্লেখ করেছেন৷

পাঁচ বছর আগে বিরোধী দলবিহীন নির্বাচনে উগো চাবেস'এর দল ইউনাইটেড সোশালিস্ট পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়েছিল৷ অবশ্য এবারের নির্বাচনে বিরোধী দলের ভালো ফলাফলে কিছুটা হলেও চিন্তার মধ্যে ফেলেছে চাবেস'কে৷ প্রসঙ্গত, দক্ষিণ অ্যামেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত রাষ্ট্র ভেনেজুয়েলা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ