ভেড়ার মিছিলে স্থবির মাদ্রিদ
চারণভূমিতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ারপাল রোববার যখন স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় উঠেছিল তখন বন্ধ থাকে যান চলাচল৷ ৬০০ বছরের পুরনো একটি চুক্তির আওতায় কৃষকরা অল্প কিছু ফি দিয়ে শহরের মধ্য দিয়ে ভেড়ার মিছিল নিয়ে যেতে পারেন৷
সেই যে শুরু
কয়েকশ বছর আগে উত্তর স্পেনের কৃষকরা দক্ষিণের জমিতে তাদের মেষপাল নিয়ে যেতে মাদ্রিদ পাড়ি দিত৷ ১৪১৮ সালের একটি চুক্তির কারণে অল্প কিছু ফি এর বিনিময়ে তাদের শহর অতিক্রম করতে দেয়া হত৷ ভেড়ার পালের কারণে রোববার মাদ্রিদের রাস্তাগুলো স্থবির হয়ে যায়৷
১৯৯৪ থেকে নতুন মিছিল
কৃষকদের শহরের মধ্য দিয়ে ভেড়ার পাল নিয়ে যাওয়ার অনুমতির বিষয়টি ১৯৯৪ সালে নবায়ন করা হয়৷ তখন থেকে এই মিছিলটি বর্ণিল হয়ে উঠে৷ স্থানীয় জনগণ ছাড়াও পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠে এই মিছিল৷
শহরজুড়ে ভেড়া
ট্র্যাশমানসিয়ার ভেড়ার পাল ক্যাসা দে ক্যাম্পো থেকে প্যারেড শুরু করে৷ এরপর আগের রাজকীয় শিকারের মাঠ, যা এখন মাদ্রিদের বৃহত্তম পার্ক, তারপর পুয়ার্তা দেল সল এবং সবশেষ স্পেন ব্যাংকের প্রধান কার্যালয় পেরিয়ে যায় ভেড়ার দল৷
ফি ৫০ মারাভেদি
মাদ্রিদের বেশিরভাগ জায়গা একসময় অনুন্নত পল্লী ছিল৷ ফলে সেখানে ভেড়া চরানো হত৷ ১৪১৮ সালের চুক্তি অনুযায়ী, শহরের ভেতর দিয়ে ভেড়ার মিছিল নিয়ে যেতে মেষপালকদের প্রতি হাজার ভেড়ার জন্য ৫০ মারাভেদি (প্রাচীন কালের তামার পয়সা) দাম দিতে হত৷
বর্ণিল মিছিল
শ্রমিকরা রোববার গ্রামীণ ঐতিহ্যবাহী পোশাক পরে গানবাজনা করে প্রায় দুই হাজার ভেড়া ও ছাগলের দল নিয়ে শহর পাড়ি দেন৷ এসময় অনেককেই মোবাইল ক্যামেরায় তা ধারণ করতে দেখা যায়৷