ভোট প্রদানের শেষ দিন আজ, পিছিয়ে সাবরিনা
১১ এপ্রিল ২০১১ভোটাভুটির চূড়ান্ত পর্যায়ে এসে খানিকটা পিছিয়ে পড়েছেন সেরা ব্লগ বিভাগে লড়াইরত সাবরিনা সুলতানা৷ পার্সিয়ান ভাষার একটি ব্লগ সাবরিনার বাংলা ব্লগকে পেছনে ফেলে শীর্ষে চলে গেছে৷ সোমবার সকাল পর্যন্ত সাবরিনার পক্ষে ভোট ছিল ৩৩ শতাংশ, অন্যদিকে ইরানি ব্লগার ভাহিদ নিকগো'র পক্ষে ভোট ৩৪ শতাংশ৷ এছাড়া রিপোটার্স উইদাউট বর্ডার্স বিভাগে শীর্ষ অবস্থান থেকে ছিটকে গেছেন আবু সুফিয়ান৷
সাবরিনা এবং সুফিয়ানকে আজকের মধ্যে আবারো শীর্ষে তুলে দিতে চাইলে অনেক অনেক ভোট দরকার৷ এজন্য ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইট৷ এরপর সেখানে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ সাইটটির ‘‘ইন দ্য ক্যাটেগরি'' ঘরে পছন্দের বিভাগ নির্বাচন করুন এবং ‘‘আই ভোট ফর'' ঘরে বাংলা ব্লগারদের খুঁজে নিন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতাম৷ আর মাত্র কয়েক ঘণ্টা ভোট প্রদানের সুযোগ পাওয়া যাবে৷ আপনাদের ভোট বাংলা ব্লগারদের ‘ইউজার প্রাইজ' এনে দিতে পারে৷
এদিকে, জার্মানির বন শহরে ডয়চে ভেলের প্রধান কার্যালয়ে আজ বৈঠকে বসবেন এগারো ভাষার বিচারকরা৷ তাঁদের সঙ্গে বিচারক হিসেবে থাকছেন রিপোটার্স উইদাউট বর্ডার্সের একজন প্রতিনিধি৷ বিচারকরা তাঁদের বিবেচনায় ছয়টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' প্রদান করবেন৷ এসব বিভাগে বাংলা ব্লগের সঙ্গে রয়েছে আরো দশটি ভাষার ব্লগ৷ এবছর বাংলা ভাষার বিচারক রেজওয়ানুল ইসলাম৷
উল্লেখ্য, ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় দুইভাবে বিজয়ী নির্ধারণ করা হয়৷ ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে সতেরটি বিভাগে ‘‘ইউজার প্রাইজ'' এবং জুরিদের বিবেচনায় ছয়টি মিশ্র বিভাগে ‘‘জুরি অ্যাওয়ার্ড'' প্রদান করা হবে এবছর৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই