ভোটের দিন ফাঁকা ঢাকা
ভোট বর্জনের ডাক দিয়ে হরতাল ডেকেছে বিএনপি৷ কেন্দ্রগুলোতে ছিল না ভোটারদের তেমন কোনো ভিড়৷ অন্যদিকে, ব্যস্ত ঢাকার রাজপথ ছিল অনেকটাই ফাঁকা৷ মাঝে মাঝে এক-দুটি গণপরিবহন চোখে পড়লেও সেখানে ছিলেন না যাত্রী৷
ফাঁকা রাজধানী
একদিকে ভোট, অন্যদিকে হরতাল৷ ভোটের জন্য সাধারণ ছুটি৷ ভোটকেন্দ্রেও নেই মানুষের দীর্ঘ লাইন৷ সব মিলিয়ে যানজটের ঢাকার প্রধান সড়ক ছিল ফাঁকা৷
অনলাইন সেবা
ভোটের জন্য বন্ধ ছিল সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান৷ বন্ধ ছিল দোকান পাট৷ কিন্তু রাজধানীবাসীর জন্য অনলাইন সেবা চালু রেখেছিল বিভিন্ন প্রতিষ্ঠান৷ তাই গ্রাহক সেবা দিতে ফাঁকা ঢাকায় সাইকেল নিয়ে ছুটছিলেন ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তিরা৷
নেই গণপরিবহন
রাজধানীর মিরপুর রোড, বনানী, গুলশান, ফার্মগেটসহ আশপাশের এলাকা ঘুরে তেমন কোনো গণপরিবহন দেখা যায়নি৷ মাঝে মাঝে এক-দুটি যানবাহনের দেখা মেলে৷ কিন্তু বাসগুলো ভুগছিল যাত্রী খরায়৷
হতাশ চালক
ঢাকার পরিস্থিতিও জেনে বাস নিয়ে বের হয়েছেন স্বল্প আয়ের চালক ফারুক৷ কিন্তু হতাশায় পুড়তে হলো তাকে আর তার সহযোগীকে৷ বললেন, প্রতিদিন যে সংখ্যক যাত্রী পাওয়ার কথা তার চার ভাগের একভাগ যাত্রী মেলেনি ভোটের দিন৷
রিকুইজিশনে যান সংকট
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, নির্বাচনি কাজে প্রায় পাঁচ হাজার গাড়ি ব্যবহার করা হবে৷ অনেক গাড়ি রিকুইজেশনে চলে গেছে৷ আর সেকারণেই সড়কে গাড়ির সংখ্যা কম৷ এরপর যেগুলো আছে সেগুলো রাস্তায় নেমেছে৷
রিকশার আধিপত্য
রাজপথে যানবাহনের দেখা না মিললেও, ফাঁকা ঢাকা দখলে ছিল রিকশার৷ কাছের দূরত্বে পৌঁছাতে বরাবরেই মতো ভোটাররা রিকশাকেই বেছে নিয়েছেন বাহন হিসেবে৷
ফুটপাথগুলো নিশ্চুপ
হকারের হাঁকডাকে ঢাকার ফুটপাথে হাঁটাই যেন দায়৷ কিন্তু ভোটের দিন সেই দৃশ্যও অনুপস্থিত৷ হকাররাও আজ বিশ্রামে৷
গাবতলীতে সুনসান নীরবতা
ব্যস্ততম গাবতলিতে নেই বাস হেল্পারদের চেঁচামেচি, নেই বাস ছেড়ে যাওয়ার ব্যস্ততা, যাত্রীদের ছুটাছুটি৷ গোটা গাবতলী বাস টার্মিনাল ফাঁকা৷ কাউন্টারগুলো বন্ধ পড়ে আছে৷
সতর্ক অবস্থানে .ব্যাব
জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা-সহিংসতা করে কেউ পার পাবে না বলে সতর্ক করে দিয়েছে .ব্যাব৷ ঢাকা নিরাপদে রাখতে তাই সতর্ক অবস্থানে আছে বাহিনীর সদস্যরা৷