ভোটের সংঘাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা
৮ নভেম্বর ২০২১সোমবার সকালের গাংনী উপজেলার ধলা লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এই সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল ইসলাম জানিয়েছেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে৷
নিহত দুই ভাই হলেন সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম ও সাহারুল ইসলাম৷ সংঘর্ষের পর রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন৷ মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে আহতদের পাঠানো হয়েছে৷
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষটি ঘটে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদের দুই প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমান সমর্থকদের মধ্যে৷ টুটুল ওই ওয়ার্ডের বর্তমানে সদস্য এবং তাদের দুইজনই আওয়ামী লীগের সাথে জাড়িত৷ ভোট চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু হয়৷
হামলায় দুইজন নিহত হয়েছেন জানিয়ে পুলিশ সুপার রাফিউল ইসলাম বলেন, ‘‘বর্তমান মেম্বার এবং নতুন মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে আকস্মিক এই ঘটনা৷ পরিস্থিতি শান্ত করতে গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷ দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে৷''
এই ঘটনাটি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলায় ভোটারদের উৎসাহ কমে গিয়ে শঙ্কা বাড়বে বলে মনে করেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)