1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যালেন্টাইনস ডে'তে প্রেমমাতাল বিশ্ব

রিয়াজুল ইসলাম১৪ ফেব্রুয়ারি ২০০৯

সখি ভালোবাসা কারে কয়... ভালোবাসার সংজ্ঞা যাই হোক না কেন, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রেমমাতাল হয়ে আছে বিশ্বের যত প্রেমিক যুগল৷ ভালোবাসার কথা জানাতে কোনা দ্বিধা নেই তাদের৷

https://p.dw.com/p/GuCa
ভ্যালেন্টাইনস ডে'র সবচে বড় গিফট প্রিয় মানুষকে কাছে পাওয়া (ফাইল ফটো)ছবি: AP

চোখে চোখ রেখে তারা জানিয়ে দেবে হৃদয়ের অব্যক্ত কথা৷ প্রাণপ্রিয় মানুষটিকে আসল কথাটি বলার এইতো সুযোগ৷ কোন দেশে আই লাভ ইউ, কোথাও বা ভালোবাসি তোমায়, কোথাও বা ইস লিবে ডিস, মনের মানুষকে ভালোবাসার কথা জানানোর ভাষা একেক জায়গায় একেক রকম, কিন্তু হৃদয়ের অনুভূতিটা একই৷ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শনিবার গোটা বিশ্বে লেগেছে ভালোবাসার রংয়ের ছোঁয়া৷ হোক না সেটা ইউরোপ আমেরিকা, দক্ষিন এশিয়া কিংবা যুদ্ধ বিধ্বস্ত ইরাক৷ চলছে ফুল, চকলেট ও নানা উপহারের বিনিময়৷

ভারতের নতুন দিল্লী, মুম্বাই, চেন্নাই সহ প্রধান প্রধান শহরগুলোতে গত কয়েকদিন ধরেই চলেছে ভ্যালেন্টাইনস ডে উদযাপনের প্রস্তুতি৷ দোকানগুলো ভরে গেছে রংবেরংয়ের ভ্যালেন্টাইন গিফট এ৷ পাব ও বারগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ভ্যালেন্টাইন পার্টি৷ পার্ক ও রেস্টুরেন্টগুলোতে দেখা যাচ্ছে প্রেমিক যুগলদের ভীড়৷ এসব যুগলদের জন্য আবার বিভিন্ন অফারও দেয়া হয়েছে রেস্টুরেন্টগুলোতে৷ তবে এসব কিছুর ভীড়েও কিছুটা ছন্দপতন ঘটেছে উগ্রবাদী হিন্দুদের কারণে৷ উগ্রবাদী হিন্দু দল শিব সেনার কর্মীরা একাধিক জায়গায় হামলা চালিয়ে প্রেমিক যুগলদের হেনস্তা করে৷ এসময় পুলিশ বেশ কয়েকজন শিব সেনার কর্মীকে গ্রেফতারও করেছে৷ এতসব কিছুর পরও ভ্যালেন্টাইনস ডে উদযাপন থেকে ঠেকানো যায়নি তরুণ তরুণীদের৷

Valentinstag im Iran mit Herzen
মধ্যপ্রাচ্যের দেশগুলোও পিছিয়ে নেই ভ্যালেন্টাইনস ডে উদযাপনে (ফাইল ফটো)ছবি: picturealliance/dpa

বাংলাদেশেও পালিত হচ্ছে ভ্যালেন্টাইনস ডে৷ দিবসটি উপলক্ষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা৷ আয়োজন করা হয় ভালোবাসা দিবস বিতর্ক৷ ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক আয়োজন৷ ঢাকায় এ মুহুর্তে চলছে অমর একুশে বইমেলা৷ ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছিলো এই বই মেলাতেও৷ কেবল বয়স্করাই নয়, দিবসটি উপলক্ষে অনেক শিশুদের হাতেও শোভা পেয়েছে লাল গোলাপ৷

ভ্যালেন্টাইনস ডে উদযাপনে মধ্যপ্রাচ্যের দেশগুলোও পিছিয়ে নেই৷ যুদ্ধ বিধ্বস্ত ইরাকের কথাই ধরুন না৷ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অন্য যে কোন দিনের চেয়ে বেশী ফুল বিক্রি হয়েছে রাজধানী বাগদাদে৷ সেখানকার একটি ফুলের দোকানের মালিক ইউসুফ মোহাম্মদ জানালেন, আমার পুরনো ক্রেতারা আবার ফিরে আসছে৷ কারণ নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে ভালো৷ এ বছর তাই একটু ভিন্ন রকম৷ বাগদাদের আরেকটি ফুলের দোকান থেকে ফুল কিনেছেন নোহা আল আঘা৷ তিনি জানালেন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বাসায় পার্টির আয়োজন করেছেন৷ ২০০৩ সালের আগে আমরা ভ্যালেন্টাইনস ডে উদযাপন করতাম কোন ক্লাব কিংবা রেস্টুরেন্টে৷ আমাদের সঙ্গে থাকতো আরো ২০ জন দম্পতি, জানালেন নোহা আল আঘা৷ সম্প্রতি ইরাকের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় অনেকেই এখন আগের জীবনযাত্রায় ফিরে যেতে পারছেন৷