ভ্যালেন্টাইনস ডে'তে প্রেমমাতাল বিশ্ব
১৪ ফেব্রুয়ারি ২০০৯চোখে চোখ রেখে তারা জানিয়ে দেবে হৃদয়ের অব্যক্ত কথা৷ প্রাণপ্রিয় মানুষটিকে আসল কথাটি বলার এইতো সুযোগ৷ কোন দেশে আই লাভ ইউ, কোথাও বা ভালোবাসি তোমায়, কোথাও বা ইস লিবে ডিস, মনের মানুষকে ভালোবাসার কথা জানানোর ভাষা একেক জায়গায় একেক রকম, কিন্তু হৃদয়ের অনুভূতিটা একই৷ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শনিবার গোটা বিশ্বে লেগেছে ভালোবাসার রংয়ের ছোঁয়া৷ হোক না সেটা ইউরোপ আমেরিকা, দক্ষিন এশিয়া কিংবা যুদ্ধ বিধ্বস্ত ইরাক৷ চলছে ফুল, চকলেট ও নানা উপহারের বিনিময়৷
ভারতের নতুন দিল্লী, মুম্বাই, চেন্নাই সহ প্রধান প্রধান শহরগুলোতে গত কয়েকদিন ধরেই চলেছে ভ্যালেন্টাইনস ডে উদযাপনের প্রস্তুতি৷ দোকানগুলো ভরে গেছে রংবেরংয়ের ভ্যালেন্টাইন গিফট এ৷ পাব ও বারগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ভ্যালেন্টাইন পার্টি৷ পার্ক ও রেস্টুরেন্টগুলোতে দেখা যাচ্ছে প্রেমিক যুগলদের ভীড়৷ এসব যুগলদের জন্য আবার বিভিন্ন অফারও দেয়া হয়েছে রেস্টুরেন্টগুলোতে৷ তবে এসব কিছুর ভীড়েও কিছুটা ছন্দপতন ঘটেছে উগ্রবাদী হিন্দুদের কারণে৷ উগ্রবাদী হিন্দু দল শিব সেনার কর্মীরা একাধিক জায়গায় হামলা চালিয়ে প্রেমিক যুগলদের হেনস্তা করে৷ এসময় পুলিশ বেশ কয়েকজন শিব সেনার কর্মীকে গ্রেফতারও করেছে৷ এতসব কিছুর পরও ভ্যালেন্টাইনস ডে উদযাপন থেকে ঠেকানো যায়নি তরুণ তরুণীদের৷
বাংলাদেশেও পালিত হচ্ছে ভ্যালেন্টাইনস ডে৷ দিবসটি উপলক্ষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা৷ আয়োজন করা হয় ভালোবাসা দিবস বিতর্ক৷ ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক আয়োজন৷ ঢাকায় এ মুহুর্তে চলছে অমর একুশে বইমেলা৷ ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছিলো এই বই মেলাতেও৷ কেবল বয়স্করাই নয়, দিবসটি উপলক্ষে অনেক শিশুদের হাতেও শোভা পেয়েছে লাল গোলাপ৷
ভ্যালেন্টাইনস ডে উদযাপনে মধ্যপ্রাচ্যের দেশগুলোও পিছিয়ে নেই৷ যুদ্ধ বিধ্বস্ত ইরাকের কথাই ধরুন না৷ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অন্য যে কোন দিনের চেয়ে বেশী ফুল বিক্রি হয়েছে রাজধানী বাগদাদে৷ সেখানকার একটি ফুলের দোকানের মালিক ইউসুফ মোহাম্মদ জানালেন, আমার পুরনো ক্রেতারা আবার ফিরে আসছে৷ কারণ নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে ভালো৷ এ বছর তাই একটু ভিন্ন রকম৷ বাগদাদের আরেকটি ফুলের দোকান থেকে ফুল কিনেছেন নোহা আল আঘা৷ তিনি জানালেন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বাসায় পার্টির আয়োজন করেছেন৷ ২০০৩ সালের আগে আমরা ভ্যালেন্টাইনস ডে উদযাপন করতাম কোন ক্লাব কিংবা রেস্টুরেন্টে৷ আমাদের সঙ্গে থাকতো আরো ২০ জন দম্পতি, জানালেন নোহা আল আঘা৷ সম্প্রতি ইরাকের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় অনেকেই এখন আগের জীবনযাত্রায় ফিরে যেতে পারছেন৷