ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড গ্রিসের হালকিডিকি
প্রচণ্ড ঝড়ে তছনছ হয়ে গেছে পর্যটকদের তীর্থ হিসেব খ্যাত গ্রিসের ছোট্ট শহর হালকিডিকি৷ দমকা হাওয়া আর ঝড়ো বাতাসের তোড়ে মাত্র ১০ মিনিটে বিপর্যস্ত হয়ে পড়ে নগর৷
কোথাও কিছু নেই
ভারী শিলাবৃষ্টি আর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হালকিডিকি৷ মূহূর্তের মধ্যে হালকিডিকির বিপর্যয় দেখে, বিস্ময়ে বিমূঢ় হাজারো পর্যটক৷ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ, ভেঙে গেছে গাছ, খসে পড়েছে ইট৷
ঝড়ের কবলে
এই ঝড়ে ৬০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ ছোট শহর মৌদানিয়ার মেডিকেল সেন্টারের প্রধান আতানাসিয়োস কাল্টাস বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, প্রচণ্ড ঝড়ে চেয়ার, ইটের টুকরো সহ নানা কিছু বাতাসে উড়ছিল৷ সেগুলোর আঘাতে আহত হয়েছেন বেশিরভাগ৷
মৃত্যুর দুয়ার থেকে ফেরা
ঝড়ের কবলে পড়ে প্রাণ হারাতে হারাতে বেঁচে গেছেন ছয় জন৷ তারা যে ঘরটিতে ছিলেন, সেখানে গাছ ভেঙে পড়লে ধসে যায় ছাদ৷ অল্পের জন্য রক্ষে পান তাঁরা৷ এদের কারো বাড়ি রোমানিয়া, কারো রাশিয়া, কিংবা কারো ঠিকানা চেকপ্রজাতন্ত্র৷ সবাই অবসর যাপন করতে এসেছিলেন৷ পূর্ব ইউরোপের পর্যটকেরা হরহামেশাই ঘুরতে যান হালকিডিকিতে৷
জরুরি অবস্থা
এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা প্রধান কারালাম্বুস স্টেরগিয়াডিস বলেছন, বাতাস এতো শক্তিশালী হতে পারে সেটি তিনি ভাবতেও পারেননি৷ জরুরি প্রয়োজনে মানুষ হন্যে হয়ে ফোন দিয়েছেন ফায়ার সার্ভিসে৷ অন্তত পাঁচশটি কল পেয়েছে সংস্থাটি৷ শহরটির আগের রূপে ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছন গ্রিক প্রতিরক্ষা মন্ত্রী৷
অশ্রুত প্রপঞ্চ
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঝড়টির স্থায়ীত্ব ছিল মাত্র ১০ মিনিট৷ কিন্তু এতোটাই শক্তিশালী ছিল যে, গাছের শিকড় পর্যন্ত উপড়ে গেছে, শুরু হয়েছে ভূমি ধস, পার্ক করা গাড়িগুলো পর্যন্ত স্থানচ্যুত হয়েছে৷
আবহাওয়ার ভূতুড়ে আচরণ
গ্রিক আবহাওয়াবিদরা বলছেন, হালকিডিকিতে আঘাত হানার আগে দুইটি ঘূর্ণিঝড় এক হয়ে জোট বেঁধেছিল৷ এটি বিরল ঘটনা৷ সাগরে দুইটি ঘূর্ণিঝড় খুব কাছাকাছি অবস্থান করলে এভাবে জোট বাধার আশঙ্কা থাকে৷ ঝড় আঘাত হানার আগে, হুট করে ওই এলাকার তাপমাত্রাও বেড়ে দাঁড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে৷
ক্ষতির শিকার ইটালি
ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানবে তা অনুমান করা কঠিন৷ প্রচণ্ড তাপদাহের পর গ্রিসে আঘাত হানে ঝড়টি৷ ইটালির আদ্রিয়াটিক উপকূলেও আঘাত হেনেছে একই রকমের ঝড়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিলাবৃষ্টির সময় বরফের টুকরোগুলোর আকার ছিল কমলালেবুর সমান৷