মঙ্গলবার হরতাল
৩ ডিসেম্বর ২০১২যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযম নিজামি, মুজাহিদ ও সাঈদীসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গত অক্টোবর মাস থেকে জামায়তে ইসলামী নানা কর্সসূচি দিয়ে আসছে৷ এসব কর্মসূচি পালনের সময় নাশকতাসহ পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে৷
একই দাবিতে সোমবার বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছিল জামায়াত৷ কিন্তু বায়তুল মোকাররম উত্তর গেটে এই কর্মসূচির অনুমতি দেয়নি সরকার৷ ফলে তারা কর্মসূচি পালন করতে পারে নি৷ পুলিশের উপ-কমিশনার নুরুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যায় না৷
দুপুর পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির অনুমতি না পেয়ে জামায়াতে ইসলামী মঙ্গলবার সারা দেশে হরতাল কর্মসূচি আহ্বান করে৷ জাময়াতের কেন্দ্রীয় নেতা হামিদুল ইসলাম আজাদ এই কর্মসূচি ঘোষণা করলেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও তা জানানো হয়৷ জামায়াত প্রতিবাদ সমাবেশ কর্মসূচির অনুমতির জন্য কোনো আবেদনই করেনি –স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানান তিনি৷
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চলতি মাস থেকেই যুদ্ধাপরাধের বিচারের রায় দেয়া শুরু হবে৷ আর তা প্রতিহত করতে জাময়াতে ইসলামি নানা ধরনের তৎপরতা চালাচ্ছে৷ তবে জামায়াতের চোরাগুপ্তা হামলায় পুলিশের ব্যর্থতার কথাও বলেন তিনি৷
অন্যদিকে, জামায়াত ছাড়া বিএনপি'র নেতৃত্বে ১৮ দলের অন্য কোনো রাজনৈতিক দল জামায়াতের হরতাল কর্মসূচিতে সমর্থন দেয়নি৷ তবে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেছেন, সরকারের পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করবে না৷