মতিঝিলে হরতাল ডেকে আবার তা প্রত্যাহার
২৩ জানুয়ারি ২০১২এদিকে বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজার নিয়ে এখনো কারসাজি অব্যাহত৷ শেয়ার বাজার স্থিতিশীল করতে প্রধামন্ত্রীর নেতৃত্বে নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা৷
গত সপ্তাহে শেয়ার বাজারে নতুন করে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি৷ সরকারি কর্মচারীদের শেয়ার বাজারে বিনিয়োগের নিষেধাজ্ঞার সরকারি পরিপত্র জারি করার কয়েক ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি৷ চলতি সপ্তাহে এখনো শেয়ার বাজারে সূচকের পতনের ধারা অব্যাহত আছে৷ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচেকের পতন হয়েছে ২৩৬ পয়েন্ট৷ আর সোমবার পতন হয়েছে ৭১ পয়েন্ট৷ তাই মতিঝিল ঢাকা স্টক এক্সেচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ থামছেনা৷
এদিকে বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজার নিয়ে এখনো কারসাজি অব্যাহত আছে৷ যার কারণে শেয়াবাজারে অস্থিরতা এবং পতনের ধারা অব্যাহত আছে৷ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম মনে করেন উদ্যোক্তা পরিচালকরা এই কারসাজির সঙ্গে জড়িত থাকতে পরেন৷ কারণ তারা আরো কমদামে শেয়ার কিনতে চান৷ সরকার বাধ্যতামূলকভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ ভাগ শেয়ার কেনার বিধান করছে৷ এধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ২৩২টি৷
আর বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. জায়েদ বখতও মনে করেন, এখনো পুঁজিবাজারে করাসাজি বন্ধ করা যায়নি৷ তার মতে পুঁজি বাজারের সমস্যা চিহ্নিত করতে কোথাও ভুল হচ্ছে৷
ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, পুঁজি বাজারকে স্থিতিশীল করতে সরকারের নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে৷ আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিকে নজর রাখতে হবে৷
তাদের দু'জনেরই মত হল, নতুন কোন এডহক সিদ্ধান্ত নয়৷ প্রয়োজন আগের নেয়া সিদ্ধান্ত কার্যকর করা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক