মদ্যপান নিয়ে ক্যানাডায় নতুন নির্দেশনা
১৯ জানুয়ারি ২০২৩নির্দেশনায় আরো বলা হয়েছে, কেউ যদি নিতান্তই মদ্যপান করতে চান, তবে তা করতে হবে নির্দিষ্ট পরিমাণ এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার মদ্যপান করা কম ঝুঁকিপূর্ণ হবে।
এর আগে ২০১১ সালের নির্দেশনায় এক নারীকে সপ্তাহে সর্বাধিক ১০ পেগ ও পুরুষকে সর্বোচ্চ ১৫ পেগ মদ্যপানের অনুমোদন দিয়েছিল হেলথ ক্যানাডা৷
এছাড়া হেলথ ক্যানাডার অর্থায়নে তৈরি নতুন প্রতিবেদনে সব ধরনের অ্যালকোহলযুক্ত পানীয়তে বাধ্যতামূলকভাবে সতর্কতা লেবেল লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে৷
এদিকে ক্যানাডিয়ান সেন্টার অন সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড অ্যাডিকশন (সিসিএসএ) থেকে প্রায় ৯০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে মডারেট ড্রিংকিং বা পরিমিত মদ্যপানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির বিবরণও দেওয়া হয়েছে৷
বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন নেচারে ২০২২ সালে প্রকাশিত এক গবেষণায় অল্প পরিমাণ মদ্যপানও মস্তিষ্কের ক্ষতি করতে পারে, এমন প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে৷
এই গবেষণায় ইউকে বায়োব্যাংক থেকে পাওয়া ৩৬ হাজার মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষের মস্তিষ্কের স্ক্যান পরীক্ষা করা হয়েছে৷ দেখা গেছে, যেসব পঞ্চাশ বছর বয়সি আগের বছর দৈনিক ১৭৫ মিলিলিটার ওয়াইন বা আধা লিটার বিয়ার পান করেছেন, তাদের মস্তিষ্ক এর অর্ধেক পরিমাণ বা একেবারেই মদ্যপান না করাদের চেয়ে দেড় বছর বেশি বুড়িয়ে গেছে৷
গবেষকদের দাবি, মদ্যপানের ফলে বয়স দ্রুত বাড়ে৷ মডারেট ড্রিংকিং বা পরিমিত মদ্যপানে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত গবেষণা হিসাবে দেখা হচ্ছে এটিকে৷
এডিকে/এসিবি (রয়টার্স)