1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

মধ্য গাজায় ইসরায়েলি আক্রমণে মৃত শতাধিক

২৭ ডিসেম্বর ২০২৩

জতিসংঘের মানবাধিকার সংগঠন জানিয়েছে, ক্রিসমাস ইভ থেকে মধ্য গাজায় ইসরায়েলের আক্রমণে শতাধিক মৃত।

https://p.dw.com/p/4abGR
মাঘাজি শিবিরের ছবি। ইসরায়েলের আক্রমণের পর।
মধ্য গাজায় ইসরায়েলের আক্রমণের পর একটি শিবিরের অবস্তা দেখছেন গাজার মানুষ। ছবি: Adel Hana/AP

বার্তাসংস্থা এপি স্থানীয় মানুষদের উদ্ধৃত করে মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েল মধ্য গাজায় বিমান হামলার পাশাপাশি গোলাও ফেলছে। নুসেইরত, মেঘাজি ও বুরেজি ক্যাম্প ইসরায়েলের নিশানায় ছিল।

জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, ক্রিসমাস ইভ থেকে মধ্য গাজায় বোমার আঘাতে শতাধিক ফিলিস্তিন মারা গেছেন। কিছু বাসিন্দাকে ইসরায়েল অন্যত্র চলে যেতে বলে। 

জাতিসংঘ ঘোষণা করেছে, ডাচ প্রতিমন্ত্রী সিগরিদ কাগ গাজায় বিশেষ মানবিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ত্রাণসাহায্যের পরিমাণ বাড়ানোর জন্য একটি প্রস্তাব পাস করার পর কাগকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে।

কাতারের আমিরের সঙ্গে বাইডেনের কথা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাতারের আমিরের সঙ্গে বন্দিদের মুক্ত করা নিয়ে কথা বলেছেন।

কাতার ও মিশরই ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করছে। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা হামাসের হাতে বন্দি বাকি সব মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দেয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন। এর পাশাপাশি গাজায় আরো ত্রাণ পাঠানোর বিষয়টি নিয়েও কথা হয়েছে।

কাতারের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, বাইডেন কাতারের আমিরকে ফোন করেছিলেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে দুই নেতার কথা হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডেরমার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)