‘মধ্যপ্রাচ্য সমাধান কঠিন হয়ে পড়ছে’
২৯ আগস্ট ২০১৯বার্লিনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের আগে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ম্যার্কেল৷
তবে তিনি বলেন, সেই লক্ষ্য (দ্বি-রাষ্ট্র নীতির মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান) অর্জনের পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে৷
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে কিছু সিদ্ধান্ত নিয়েছেন৷ যেমন ২০১৭ সালে তেল আভিভ থেকে ইসরায়েলের মার্কিন দূতাবাস সরিয়ে জেরুসালেমে নিয়ে যাওয়া হয়৷ আর চলতি বছর জেরুসালেমে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি মিশনের মর্যাদা কমিয়ে দেয়া হয়৷ গত কয়েক দশক ধরে প্যালেস্টাইন বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক মিশন হিসেবে কাজ করে আসছিল ঐ মিশন৷
ম্যার্কেলের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করেন৷ মার্কিন সরকারের অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা তৈরিতে সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি৷
এদিকে, মধ্যপ্রাচ্য সমস্যার বহুপক্ষীয় সমাধানের পক্ষে থাকায় ম্যার্কেলের প্রশংসা করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট৷ তিনি বলেন, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করতে ফিলিস্তিন প্রস্তুত৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণে আলোচনা আয়োজনের দাবি জানান আব্বাস৷
উল্লেখ্য, জার্মানি গতবছর ফিলিস্তিনকে ১১০ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে৷ ফলে ফিলিস্তিনকে সহায়তা দেয়া বিশ্বের অন্যতম বড় দাতাদেশ হচ্ছে জার্মানি৷
জেডএইচ/এডিকে (ডিপিএ, এপি)