মনমোহনের সফরে ৩টি চুক্তি সই হতে পারে: দীপুমনি
৫ সেপ্টেম্বর ২০১১তিনি জানান এর বাইরে ট্রানজিটসহ আরো বেশকিছু বিষয়ে সমঝোতা স্মারক সই হবে৷ ট্রানজিট নিয়ে নতুন কোন চুক্তি হবেনা৷
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি তিনটি চুক্তির কথা জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট পুরো অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে৷আর তিস্তা ও ফেনী নদীর পানিবন্টন চুক্তি হবে অর্ন্তবর্তীকালীন৷ সীমানা চিহ্নিতকরণ প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে অপদখলীয় ভূমি ও ছিটমহল সংক্রান্ত সমস্যার সামাধান হবে৷ তিনি বলেন এসব চুক্তি জনসম্মূখে প্রকাশ করা হবে৷
চুক্তির বাইরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী৷ এগুলো হলো: ১.বাংলাদেশ-ভারতের বিদ্যমান রেলওয়ে চুক্তির আওতায় নেপালকে সংযুক্ত করা ২.নবায়ণযোগ্য জ্বালানি সংক্রান্ত সহযোগিতা ৩. বাংলাদেশ টেলিভিশন এবং দূরদর্শনের মধ্যে সহযোগিতা ৪. ঢাকা ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা এবং ৫. সুন্দরবন রক্ষায় দু'দেশ একযোগে কাজ করা৷
ডা. দীপুমনি জানান, ভারতের সঙ্গে ট্রানজিট নিয়ে নতুন কোনো চুক্তি হবেনা৷১৯৭২ এবং ১৯৮০ সালের চুক্তির রূপরেখা অনুযায়ী দু'দেশের স্বার্থের কথা মাথায় রেখে ট্রনাজিটের আধুনিকায়ন সংক্রান্ত একটি লেটার অব এক্সচেঞ্জ বিনিময় হবে৷
পররাষ্ট্রমন্ত্রী জানান, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী সীমানা চিহ্নিত হবে৷ স্বাধীনতার ৪০ বছর পরও এ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় তিনি বিএনপি'র সমালেচনা করেন৷
এদিকে ড. মনমোহন সিং-এর সফরসঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসছেন না বলে জানা গেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক