1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্দা কাটাচ্ছে ইউরো

১৪ আগস্ট ২০১৩

তথ্য-পরিসংখ্যান অনুযায়ী ইউরো এলাকা ধীরে ধীরে মন্দা থেকে বেরিয়ে আসছে৷ এমনকি গ্রিসের মতো সংকটগ্রস্থ দেশেও আশার আলো দেখা যাচ্ছে৷

https://p.dw.com/p/19P13
ছবি: picture-alliance/dpa

গত সপ্তাহেই স্পষ্ট হয়ে উঠছিল যে দীর্ঘ ১৮ মাসের মন্দার পর ইউরো এলাকা অত্যন্ত ধীরে হলেও আবার প্রবৃদ্ধির পথে ফিরতে শুরু করেছে৷ বুধবার এই দাবির স্বপক্ষে তথ্য-পরিসংখ্যান প্রকাশিত হবে৷ আরো কিছু ইতিবাচক চিত্র পাওয়া যাচ্ছে৷ যেমন জুন মাসে ইউরো এলাকার শিল্প ক্ষেত্রে উৎপাদন বেশ বেড়ে গেছে৷ সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সূচকও বেশ ইতিবাচক৷

বিশেষ করে জার্মানির বর্তমান সরকারের জন্য এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ, সেপ্টেম্বর মাসেই দেশটিতে সাধারণ নির্বাচন৷ ব্যয় সংকোচ ও সংস্কারের মূল প্রবক্তা হিসেবে জার্মানি বেশ চাপের মুখে রয়েছে৷ ফলে এই ‘দাওয়াই' কাজ করছে- এটা প্রমাণিত হলে আঙ্গেলা ম্যার্কেল সরকার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে৷ বিভিন্ন মহল থেকে এতকাল এ ক্ষেত্রে জার্মানির কড়া মনোভাবের সমালোচনা শোনা যাচ্ছিল৷

Griechenland / Sparkurs/
গ্রিসও মন্দার কবল থেকে বেরিয়ে আসছে একটু একটু করেছবি: AP

সংকটগ্রস্থ দেশগুলির অর্থনীতিকে চাঙা করতে ‘স্টিমুলাস' বা আর্থিক সহায়তা না দিয়ে জার্মানি যেভাবে তাদের উপর আরো চাপ সৃষ্টি করে চলেছে, তার ফলে হিতে বিপরীত হবে – এমন সাবধানবাণী করে আসছিলেন অনেক পর্যবেক্ষক৷ অন্যদিকে জার্মানি চটজলদি সমাধানসূত্রের বদলে রোগের স্থায়ী চিকিৎসার উপর জোর দিয়ে আসছে, যাতে ভবিষ্যতে সংকটগ্রস্ত দেশগুলি এমন সংকটে না পড়ে৷

গ্রিসের জন্য তৃতীয় বেলআউটের প্রয়োজন হতে পারে, জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে এমন একটা পূর্বাভাস দিয়েছিল জার্মানির এক পত্রিকা৷ ২০১৪ সালের শুরুতে নাকি এই বাড়তি সহায়তার প্রয়োজন হতে পারে৷ অথচ গ্রিসের পরিস্থিতির কিন্তু আরও উন্নতি হচ্ছে৷ এখনো প্রবৃদ্ধির পথে ফিরতে না পারলেও সে দেশের অর্থনীতির সঙ্কোচনের গতি কমে চলেছে৷ বছরের প্রথমে ৫.৬-এর তুলনায় প্রথমার্ধের শেষ তিন মাসে তা কমে ৪.৬ শতাংশে দাঁড়িয়েছে৷ বাজেট ঘাটতিও মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে৷

ইটালির বন্ড বাজারে ৭৫০ কোটি ইউরো তুলতে পেরেছে৷ স্পেন ও পর্তুগালে নতুন করে কোনো সংকটের খবর নেই৷ তবে এ সব দেশকে ঘুরে দাঁড়াতে হলে আরও অনেক উদ্যোগ নিতে হবে৷

এসবি / এসিবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য