মমতাকে নিয়ে ভিন্ন সুর অধীর ও কংগ্রেস হাইকম্যান্ডের
১২ মার্চ ২০২১মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে আহত হওয়ার পরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভণ্ডামি করছেন। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ড এই বিষয়ে অধীরের মতকে সমর্থন করছে না। তারা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য চেয়েছে। দলের তরফ থেকে বলা হচ্ছে, এটা প্রদেশ সভাপতির ব্যক্তিগত মন্তব্য। অমরিন্দর সিং, অশোক গেহলটের মতো মুখ্যমন্ত্রীরা দাবি তুলেছেন, দোষীদের ধরতে হবে। এমনকী নাম না করে মনীশ তিওয়ারির মতো নেতারা অধীরের সমালোচনা করে বলেছেন, আজকালকার নেতারা রাজনৈতিক সৌজন্যে বিশ্বাস করে না।
এমনিতে অধীর সবসময়ই রাখঢাক না করে খুব খোলাখুলি কথা বলেন। কেন্দ্রীয় নেতারা অন্য লাইন নিলেও তিনি বলেছেন, ''ক্ষমতাসীন দল থেকে গুজব রটানো হলো যে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হামলা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তাকে মারার চেষ্টা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। কিন্তু এটাও বলছি, কেন এই ধরনের গুজব রটানো হচ্ছে? মানুষের আবেগকে কাজে লাগানোর জন্য মিথ্যা খবর করানোর চেষ্টা কেন?''
কিন্তু অমরিন্দর, গেহলতরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন। ফলে এখানে অধীরের সঙ্গে দলের মতের ফারাক সামনে আসছে। তবে এটা নতুন নয়। পশ্চিমবঙ্গ নিয়ে বারবার কংগ্রেসে এই ধরনের ঘটনা ঘটেছে। সনিয়া গান্ধী দিল্লিতে বৈঠক করলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে চান। কংগ্রেস হাইকম্যান্ড সবসময়ই স্পষ্ট করে দিয়েছে, তাদের প্রধান শত্রু হলো বিজেপি। সে জন্য ও কেন্দ্রীয় স্তরে বিরোধী জোটের খাতিরে মমতার বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার রাস্তায় যেতে চায় না। কিন্তু রাজ্য নেতাদের মতে, বিজেপি-র পাশাপাশি তৃণমূলের বিরোধিতা না করলে রাজ্যে দলকে বাঁচানো যাবে না।
প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র মনে করেন, পশ্চিমবঙ্গে তো কংগ্রেসটাই প্রায় তৃণমূলে চলে গেছে। নেতা গেছেন, ভোট গেছে। সামান্য কিছুটা এখন কংগ্রেস হিসাবে আছে। ডয়চে ভেলেকে তিনি বলেছেন, কোনো সন্দেহ নেই, অধীর ভালো নেতা। মুর্শিদাবাদে তিনি সব চেয়ে বড় শক্তি। কিন্তু তিনি এখনো পশ্চিমবঙ্গ জুড়ে দলকে টেনে তোলার জায়গায় নেই। ফলে অধীর কী বলছেন তার খুব বেশি প্রভাব হবে না।
শুভাশিসের ধারণা, ''কংগ্রেসের শক্তি রাজ্যে এতটাই কমেছে যে, কেন্দ্রীয় নেতাদের মমতা নিয়ে এক ধরনের কথা এবং অধীরের অন্য সুরের খুব বেশি গুরুত্ব নেই।'' ঘটনা হলো, অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও তারা অস্তিত্বরক্ষার লড়াই করছে।
তবে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে মনীশ বলেছেন, এটাই হলো প্রকৃত রাজনৈতিক সৌজন্য। প্রণব মুখোপাধ্যায় থাকলে ছেলের জন্য গর্বিত হতেন। কংগ্রেস সূত্র জানাচ্ছে, মনীশ নিজে লোকসভার নেতা হতে চেয়েছিলেন। না হতে পেরে এখন এই ধরনের কথা বলে গায়ের ঝাল মেটাচ্ছেন। তবে এর ফলে কংগ্রেসের অন্দরের দুরবস্থা সামনে আসছে মাত্র।
এখন দিল্লিতে সংসদের অধিবেশন চলছে। কিন্তু ভোট বলে অধীর সেই অধিবেশনে বেশি থাকতে পারবেন না। তাই এখন সাময়িকভাবে অধীরের দায়িত্ব পালন করবেন পাঞ্জাবের নেতা ও হুইপ রভনীত সিং বিট্টু। এনিয়েও গুজব ছড়িয়েছিল যে, মমতাকে আক্রমণ করার জন্য অধীরকে লোকসভার নেতার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু অধীর জানিয়েছেন, এই গুজবও তৃণমূল ছড়িয়েছিল। ভোট চলছে বলে তিনি এবং আসাম, কেরালা, তামিলনাড়ুর নেতারা থাকতে পারবেন না। তাই বিট্টুকে সাময়িকভাবে দায়িত্ব দেয়া হয়েছে মাত্র।
জিএইচ/এসজি(পিটিআই, আনন্দবাজার)