মসজিদ-মন্দির নয়, ঘরে উপাসনার নির্দেশ
৬ এপ্রিল ২০২০স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সোমবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশে একদিনে নতুন ৩৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে৷
এক মাস আগে দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণের খবর প্রকাশের পর একদিনে মৃত্যু ও আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা৷
এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব মুসল্লিকে এখন থেকে ঘরে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক খবরে প্রকাশ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন৷ বাইরের মুসল্লিরা কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না৷ কেউ এই নির্দেশ অমান্য করে মসজিদে নামাজ পড়লে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়৷
এছাড়া অন্যান্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসায় উপাসনা করার নির্দেশ দেয়া হয়েছে৷
বাংলাদেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১২৩৷ আর মৃতের সংখ্যা ১২৷
এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)