মসজিদে গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
২৩ সেপ্টেম্বর ২০২২আরএসএস প্রধানকে বলা হয় সরসঙ্ঘচালক। কোনো সরসঙ্ঘচালককে এর আগে মসজিদে যেতে, মাদ্রাসায় পড়ুয়াদের সঙ্গে আলাপ করতে খুব একটা দেখা যায়নি। কিন্তু মোহন ভাগবত করলেন। দিল্লি এসে তিনি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমের আহমেদ ইলিয়াসি, সাবেক নির্বাচন কমিশনার কুরেশি-সহ কয়েকজন মুসলিম নেতার সঙ্গে দেখা করেন।
ঘণ্টাখানেক তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার পর তিনি দিল্লির কৃষ্ণ মেনন মার্গের একটি মসদিজে যান। তারপর তিনি মাদ্রাসায় গিয়ে পড়ু.য়াদের সঙ্গে কথাবার্তা বলেন।
মোহন ভাগবতের মুসলিমদের কাছে যাওয়ার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মহানবি(সাঃ) নিয়ে নূপুর শর্মার মন্তব্য, বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক, কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক চলছে। হিজাব নিয়ে সুপ্রিম কোর্ট এবার তাদের রায় দেবে। এই পরিস্থিতিতে মোহন ভাগবত মসজিদে গেলেন।
আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেকর বলেছেন, সরসঙ্ঘচালক সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন। ফলে দিল্লিতে যা হয়েছে তা এরই অঙ্গ।
গত ২২ অগাস্ট মোহন ভাগবত পাঁচজন মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তিনি বর্তমানে যে উত্তেজনা ছড়াচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কুরেশির বক্তব্য
ভাগবতের সঙ্গে বৈঠকে সাবেক নির্বাচন কমিশনার কুরেশিও ছিলেন। তিনি জানিয়েছেন, ভাগবত বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন, যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। দেশ সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতেই এগিয়ে যেতে পারে বলে তিনি জানিয়েছেন।
মুসলিম নেতাদের কাছে ভাগবত বলেছেন, তিনি গো-হত্যা পুরোপুরি বন্ধ করার পক্ষে। কুরেশি জানিয়েছেন, ''আমরা তাকে বলেছি, মুসলিমরা গো-হত্যা বন্ধের বিষয়টি মেনে নিয়েছে। তারা আইন মেনে চলেন। কোথাও যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে, তাহলে তা নিঃসন্দেহে অপরাধ।''
ভাগবত বলেছেন, কাফের শব্দটা ব্যবহার করা উচিত নয়। এটা হিন্দুদের মনে লাগে। কুরেশি জানিয়েছেন, তারা আসলে আরব থেকে এসেছেন। আরবিতে কথাটির মানে হলো, যারা ইসলামে বিশ্বাসী নয়। এখন এর অর্থ বদল হয়ে গেছে। তবে কাফের বলা বন্ধ করাটা খুব একটা অসুবিধাজনক হবে না।
কুরেশি তাকে বলেছেন, মুসলিমদের প্রতি পদে প্রমাণ দিতে হয়, তারা দেশভক্ত। মুসলিমরাও তো ভারতীয়। সেখানে কেন এই প্রমাণ দিতে হবে। ভাগবত জানিয়েছেন, তিনি এই বিষয়ে একমত। তিনি জানিয়েছেন, ''আমাদের ডিএনএ এক। ভারতে অধিকাংশ মুসলিম ধর্মান্তরিত। ফলে আমাদের ডিএনএ এক।''
কুরেশি জানিয়েছেন, ''তিনি আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এর আগে শিবলিঙ্গ নিয়ে খুব কঠোর বিবৃতি দিয়েছিলেন। আমরা তা স্বাগত জানিয়েছি।''
ইলিয়াসি তো তাকে 'রাষ্ট্রপিতা' পর্যন্ত বলেছেন।
ভাগবতের সঙ্গে আলোচনায় ছিলেন দিল্লির সাবেক এলজি নাজিব জঙ্গ, আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক আচার্য জামিরউদ্দিন শাহ, সাবেক সাংসদ শাহিদ সিদ্দিকি এবং ব্যবসায়ী সঈদ শেরোয়ানি।
জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)