মস্কোয় আত্মঘাতী হামলা
৭ ফেব্রুয়ারি ২০০৪বিজ্ঞাপন
মস্কোর পাতাল রেলে সম্ভবত এক আত্মঘাতী হামলার ফলে কমপক্ষে ৩৯ জন নিহত ও ১২০ জন আহত হয়েছে৷ প্রাথমিক তদন্তের ফল অনুযায়ী আত্মঘাতী হামলাকারী ছিল একজন নারী৷ তদন্তকারীদের মতে, এমনও হতে পারে যে ঐ নারী হয়তো পাতাল রেলে বিস্ফোরক দ্রব্য সঙ্গে নিয়ে যাচ্ছিলো এবং দুর্ঘটনাবশত ঐ বিস্ফোরণ ঘটেছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই হামলার জন্য চেচনিয়ার বিদ্রোহীদের দায়ী করেন৷ তবে চেচেন নেতা আসলান মাসখাদভ এই অভিযোগ অস্বীকার করেছেন৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে রুশ স্বরাষ্ট্র মন্ত্রক পাতাল রেল, বিমান বন্দর ও রেল স্টেশনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে৷