রাজনীতিরাশিয়া
মস্কোয় গুলি করে নামানো হলো দুইটি ড্রোন
২২ আগস্ট ২০২৩বিজ্ঞাপন
মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন বলেছেন, মঙ্গলবার ভোরে এই ড্রোন দুইটিকে ধ্বংস করা হয়েছে। মস্কোর তিনটি বিমানবন্দরও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।
তবে এই ড্রোন হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা কোনো মানুষ মারা গেছেন কি না, তা মস্কোর মেয়র জানাননি।
সংবাদসংস্থা তাস জানিয়েছে, একটি বহুতল বাড়ির অনেকগুলি তলায় কাচ ভেঙেছে। বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তা ড্রোনের আক্রমণে কিনা, তা তাস জানায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার কৃষ্ণসাগরে দুইটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
গত সপ্তাহে মস্কো বা তার আশেপাশে একাধিকবার ড্রোন হামলা হয়। এর ফলে মস্কোর আর্থিক হাবে বহুতল বাড়িতে সামান্য ক্ষতি হয়েছে।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)