মহাকাশে সফল অভিযান চালালো অ্যান্টারেস
২৩ এপ্রিল ২০১৩আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠানোর ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে নাসার অন্যতম সহযোগী অর্বিটাল সায়েন্সেস করপোরেশন৷ রবিবার তাদের তাদের ‘অ্যান্টারেস' নামের ১৩০ ফুট লম্বা একটি রকেট ‘সিগনাস' নামের ৩,৮০০ কিলোগ্রাম ওজনের একটি যানকে মহাকাশে পৌঁছে দিতে সক্ষম হয়েছে৷ উৎক্ষেপণের ১০ মিনিট পর ভূ-পৃষ্ঠ থেকে ২৫৭ কিলোমিটার উপরে ৪০ মিটার উঁচু পরীক্ষামূলক ক্যাপসুলটিকে সফলভাবে কক্ষপথে ছাড়া হয়৷ নাসার প্রশাসক চার্লস বোল্ডেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান৷
ঘটনাটির তাৎপর্য ব্যাখ্যা করে বোল্ডেন মহাকাশ অভিযানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির সহযোগিতার এই নতুন অধ্যায় সম্পর্ক বলেন, কৌশলগত এই পরিকল্পনার সাফল্য প্রমাণিত হয়েছে৷ ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অ্যামেরিকার সর্বাধুনিক মহাকাশযান যাত্রা শুরু করতে পারবে৷ তবে তার আগে মহড়া শেষ করতে হবে৷ সবকিছু ঠিকমতো চললে দুই সংস্থার মধ্যে ১৯০ কোটি ডলার মূল্যের চুক্তি অনুযায়ী ২০১৬ সালের শুরুতেই আইএসএস-এ পাড়ি দেবে ‘সিগনাস'৷ আগের প্রজন্মের স্পেস শাটল বা মহাকাশফেরির মতো বার বার ব্যবহার করা না গেলেও অর্বিটাল সায়েন্সেস সংস্থার দাবি, এক বছর পর্যন্ত কক্ষপথে থাকতে পারবে তাদের যান৷
তাদের প্রতিদ্বন্দ্বী ‘স্পেসএক্স'-এর ‘ড্র্যাগন' ক্যাপসুল অবশ্য শাটলের মতোই একাধিকবার ব্যবহারের পরিকল্পনা রয়েছে৷ ২০১২ সালে এক পরীক্ষামূলক অভিযানে প্রথম বেসরকারি সংস্থা হিসেবে আইএসএস-এর সঙ্গে সংযুক্ত হয়েছিল ‘ড্র্যাগন' ক্যাপসুল৷
এসবি/ডিজি (এপি)