মহুয়ার পাশে মমতা, অমৃতার পাশে মোদী
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র৷অন্যদিকে বিজেপির প্রার্থী সাবেক রাজপরিবারের সদস্য অমৃতা রায়৷ ছবিঘরে তাদের নির্বাচনি প্রচারের খুঁটিনাটি...
ধুবুলিয়ার মাঠে মহুয়া
সাংসদ হিসাবে পাওয়া আইডি ও পাসওয়ার্ড দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিসহ কয়েকজনকে দেয়া এবং টাকা ও উপহারসামগ্রীর বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে ববিষ্কৃত মহুয়া মৈত্র৷ তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহুয়াকে শুধু মনোয়নই দেননি, ধুবুলিয়ার মাঠে মহুয়ার হাত তুলে ধরে মমতা বলেন, ‘‘মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে, ওকে নির্বাচিত করে বিজেপিকে যোগ্য জবাব দিন আপনারা।’’
সমর্থকদের পাশে...
মমতা ব্যানার্জি আসায় তৃণমূল কংগ্রেসের অনেক সমর্থক যোগ দিয়েছিলেন নানা কারণে বিতর্কে জড়ানো নেত্রী মহুয়া মৈত্র্রর নির্বাচনি সভায়৷
মমতার পাশে মহুয়া
ধুবুলিয়ার মাঠে প্রথম নির্বাচনি সভার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বিষয়ে যেন পরামর্শ দিলেন লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র।
হাস্যোজ্জ্বল মহুয়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকায় ধুবুলিয়ায় খুব হাস্যোজ্বল ছিলেন ‘ঘুসের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে নাম জড়ানো মহুয়া মৈত্র।
সিএএ-র বিরুদ্ধে...
এ সভাতেও সিএএ, এনআরসিকে ভোট বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘সিএএ মাথা, ল্যাজা হলো এনআরসি। সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন৷’’ কেন্দ্রীয় সরকার অবশ্য শুরু থেকেই বলে আসছে- সিএএ নাগরিকত্ব কাড়বে না, শুধু ধর্মীয় কারণে প্রতিবেশী দেশগুলো ছেড়ে ভারতে আসতে বাধ্য হওয়া হিন্দুদের নাগরিকত্ব দেবে৷
‘রানীমা’র আদর
এবার কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়কে মনোনয়ন দিয়েছে বিজেপি৷ মনোনয়ন দেয়ার পর টেলিফোনে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ছবিতে নির্বাচনি সভায় আসা এক শিশুকে আদর করছেন ‘রানীমা’ হিসেবে পরিচিত অমৃতা রায়৷
শুভেচ্ছা বিনিময়
নির্বাচনি সভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন অমৃতা রায়৷
কৃষ্ণনগরের রাজবাড়ি
রাজা কৃষ্ণ চন্দ্র রায় কর্তৃক নির্মিত এই প্রাসাদ কৃষ্ণনগরে ‘রাজবাড়ি’ নামে পরিচিত৷
রাজ মাতার সঙ্গে সেলফি
কৃষ্ণনগর রাজবাড়ি থেকে রানিমা এখন জনতার দরবারে ভোট চাইতে এসেছেন জনগণের কাছে। তাই তাদের আবদারে সেলফি উঠছে রানীমার সঙ্গে।