‘মা’ উপন্যাস নিয়ে ছবি করবে বলিউড
৫ ফেব্রুয়ারি ২০১২‘মা' উপন্যাসটিতে বাস্তবের এক মায়ের গল্প তুলে ধরেছেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক৷ উপন্যাসটির প্রধান চরিত্র সেই মা তাঁর একমাত্র ছেলে আজাদকে দেশমাতৃকার স্বাধীনতার জন্য উৎসর্গ করেন৷ এমনি হাজারো মায়ের আত্মত্যাগের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করে বাঙালি জাতি৷
২০০৩ সালে সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় ‘মা'৷ এরপর বইটির ইংরেজি অনুবাদ করেন ফাল্গুনি রায়৷ ইংরেজি বইটির নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডোম'স মাদার' বা ‘স্বাধীনতার মা'৷ প্রকাশক পলিম্পসেস্ট পাবলিশার্স৷ সেই বইটি থেকেই ছবি তৈরির ব্যাপারে বলিউডের ৩-৪ জন প্রযোজকের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন পলিম্পসেস্ট পাবলিশার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর রায়৷
তিনি বলেন, ‘‘আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলিউডের প্রযোজকদের সাথে আলোচনা চলছে৷ তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি৷'' ভাস্কর রায় বলেন, আজাদের গল্পটি পুরো উপমহাদেশেই আবেদন সৃষ্টি করতে পারবে৷ কারণ আজাদের জন্ম কানপুরে৷ সে লেখাপড়া করেছে করাচি বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যায়৷
এদিকে, বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের জীবন ও উপন্যাস নিয়ে ছবি করার জন্য চুক্তি করার পরেও ছবি নির্মাতারা হঠাৎ করেই চুপ করে গেছেন বলে জানিয়েছেন তসলিমা নিজেই৷ কলকাতা বইমেলায় তাঁর নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বাতিল করার একদিন পর তিনজন বাঙালি পরিচালক তাঁদের অবস্থান পাল্টে ফেলেছেন বলে জানান তিনি৷
বার্তা সংস্থা পিটিআই'কে তসলিমা জানান, তাঁর জীবনী এবং তাঁর লেখা দু'টি উপন্যাস ‘শোধ' ও ‘নিমন্ত্রণ' নিয়ে ছবি করার কথা ছিল৷ ‘কিন্তু কে তাদের ছবি তৈরি করতে নিষেধ করল এবং তাদের কী হলো তা আমি জানি না', বলেন তসলিমা৷ তবে কলকাতা বইমেলায় তসলিমার নতুন বই ‘নির্বাসন' বেশ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পিপলস বুক সোসাইটির প্রকাশক শিভানি মুখোপাধ্যায়৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: জাহিদুল হক