1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেস ব্রিফিং

৩ মে ২০১২

দুই দিনের সফরে ঢাকা এসেছেন জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা৷ আর শনিবার ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷

https://p.dw.com/p/14oeD
ছবি: AP

জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা ঢাকায় আসেন বৃহস্পতিবার দুপুরে৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি৷ বিকেলে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন৷ সন্ধ্যায় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে৷ এসব বৈঠকে মেট্রোরেল, গভীর সমুদ্র বন্দর, পদ্মা সেতুতে অর্থায়ন এবং ব্যবসা ও বিনিয়োগ নিয়ে কথা হয়েছে৷ রাতে তাঁর বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে৷

এদিকে শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির কাছে জানতে চান, হিলারি বাংলাদেশের চলতি রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলবেন কিনা৷ জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়৷ আর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক কিছু হয়নি৷

এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা বা টিকফা চুক্তি৷ পররাষ্ট্রমন্ত্রী জানান এই চুক্তি এবারে হবে কিনা তা নিশ্চিত নয়৷ তবে অংশীদারিত্বমূলক আলোচনার চুক্তি হতে পারে৷ আর আলোচনা হবে ব্যবসা বাণিজ্য নিয়ে৷

একই দিনে ঢাকায় আসবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷ তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনি অনুষ্ঠানে যোগ দেবেন৷ ডা. দীপু মনি জানান, প্রণব মুখার্জির সঙ্গে তিস্তার পানিসহ দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য