1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকার যেন লঙ্ঘন না হয়: হাসিনা

৩ জানুয়ারি ২০১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে পুলিশকে যত্নবান হতে হবে৷ নারী ও শিশুদের প্রতি করতে হবে সদাচরণ৷ মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি৷

https://p.dw.com/p/13dH5
Police Bangladesh 2.jpg Uebertragung der Rechte dieses Bildes an DW-Online I, Abul Kalam Azad, took this pictures and am expressly allowing DW-online to use.
ফাইল ছবিছবি: DW

রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ, মহিলা পুলিশ আর ব়্যাবের কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা, রেশন বাড়িয়ে দেয়া হবে৷ ব্যবস্থা করা হবে আবাসনের৷ তিনি পুলিশের ইন্সেপক্টর পদকে প্রথম শ্রেণি এবং সাব ইন্সপেক্টর পদ কে ২য় শ্রেণির কর্মকর্তায় উন্নীত করার ঘোষণা দেন৷তিনি জানান, পুলিশের সচিব পদমর্যাদার কর্মকর্তা ২ জন থেকে ৫ জন করা হবে৷

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে সন্ত্রাস ও অপরাধ দমনে আরো দক্ষতার পরিচয় দিতে হবে৷ এজন্য তাদের ব্যবহার করতে হবে আধুনিক তথ্য প্রযুক্তি৷ প্রচলিত সোর্সের ওপর নির্ভরতা কমাতে হবে৷তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা যাতে মানবাধিকার লঙ্ঘন না করেন সেদিকে খেয়াল রাখতে হবে৷

শেখ হাসিনা বলেন, একটি মহল যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে সক্রিয় রয়েছে৷ সারা দেশের পুলিশকে এব্যাপারে সজাগ থাকতে হবে৷ এধরণের তৎপরতা জানার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷

সেবা ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী ব়্যাব-পুলিশের ৫৫ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পরিয়ে দেন৷ পদক প্রাপ্তদের মধ্যে পুলিশের কনষ্টেবল থেকে অতিরিক্ত আইজি রয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য