মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্তে জাতিসংঘ দল ত্রিপোলিতে
২৭ এপ্রিল ২০১১লিবিয়ায় মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্তে করতে জাতিসংঘের দলটি রাজধানী ত্রিপোলিতে গিয়ে পৌঁছেছেন৷ গত ফ্রেব্রুয়ারি থেকে দেশটিতে গাদ্দাফি বিরোধী আন্দোলনকারীদের দমন করতে কঠোর-কঠিন অভিযান পরিচালনা করেছে সরকারি সেনারা৷ বিদ্রোহীদের উপর বিমান হামলার মতো ঘটনাও ঘটেছে৷ সব মিলিয়ে এই সকল ঘটনায় কম করে হলেও ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি বিদ্রোহী এবং মানবাধিকারবাদী সংগঠনগুলোর৷ জাতিসংঘ সেই সব ঘটনাই তদন্ত করে দেখবে৷
মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই অবশ্য এর আগেই বলেছেন, লিবিয়ায় যে ঘটনা ঘটেছে তা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল৷ তিন সদস্যের এই তদন্তকারী দলকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেও লিবিয়া সরকারের এক মুখপাত্রের দাবি, মানবাধিকার লংঘনের জন্য ন্যাটো বাহিনী দায়ী, তারা নন৷
গত মঙ্গলবার রাতে মিসরাটায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে৷ বিদ্রোহী ঘাঁটি বেনগাজির দিকে যাবার সময় তাদেরকে হত্যা করা হয়৷ বলে রাখা ভালো, বন্দর নগরী মিসরাটায় বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন৷ অব্যাহত চোরা গোপ্তা হামলা; পথে পথে হচ্ছে যুদ্ধ ও গোলা বর্ষণের ঘটনা৷ এ কারণে সাধারণ মানুষ ঘরের বাইরে বেরুতে পারছে না৷ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রীর নিত্য অভাব সেখানে৷
এদিকে, আরেক বিক্ষুদ্ধ আরব দেশ সিরিয়ার প্রতিবাদী আন্দোলন কবলিত শহর দারা অভিমুখে সারি সারি ট্যাংকের বহর চলতে দেখা যাচ্ছে৷ পুরনো বহরের সঙ্গে নতুন করে যুক্ত হবে এই বহর৷ সেখানে আজও আন্দোলনকারীদের উপর সরকারি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে৷ শহর থেকে ভেসে আসছে অস্ত্রের গর্জন৷ বিভিন্ন স্থানে উচ্চারিত হচ্ছে শ্লোগান৷ আন্দোলনকারীদের একটিই বক্তব্য, আর তা হলো - হটো আসাদ৷
মার্কিন ট্রেজারি বিভাগ প্রেসিডেন্ট বাসার আল আসাদের ভাইসহ আরও বেশ কিছু সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোও সিরিয়ার উপর সম্ভাব্য অবরোধ আরোপের দিকেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে৷ বার্লিন এই প্রস্তাবে সমর্থন দেবে বলে জানিয়ে দিয়েছে৷ এ বিষয়ে আগামী শুক্রবার ব্রাসেলসে বিশেষ একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷
অপরদিকে, সিরিয়ার একটি মানবাধিকারবাদী সংগঠন আজই জানিয়েছে, সরকারি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪৫৩ জন বেসামরিক মানুষের মুত্যু হয়েছে৷ তাদের হিসাবে নিরাপত্তা বাহিনীরও ৫০ জন সদস্য নিহত হয়েছে এই সময়ে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক