মানসিক রোগ চিকিৎসার কয়েকটি সেরা হাসপাতাল
মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউজউইক’ ও জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ‘স্টাটিস্টা’ ২০২০ সালের বিশ্বের সেরা হাসপাতালের তালিকা করেছে৷ ছবিঘরে শুধু মানসিক রোগের বিশেষায়িত হাসপাতালের কথা থাকছে৷
সেরা হাসপাতালের তালিকা
মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউজউইক’ ও জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ‘স্টাটিস্টা’ ২০২০ সালের বিশ্বের সেরা হাসপাতালের তালিকা করেছে৷ ‘দ্য ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস ২০২০’ শীর্ষক এই তালিকায় বিশ্বের সেরা ১০০টি হাসপাতালের নাম উল্লেখ করা হয়েছে৷ শীর্ষ স্থানে আছে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক - রচেস্টার (ছবি)৷
যেসব দেশের হাসপাতাল
মোট ২১টি দেশের হাসপাতালের উপর জরিপ পরিচালিত হয়েছে৷ দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালি, স্পেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রাজিল৷ ছবিতে বার্লিনের শারিটে হাসপাতাল দেখা যাচ্ছে৷ শীর্ষ হাসপাতালের তালিকায় এটি পাঁচ নম্বরে আছে৷
গবেষণা পদ্ধতি
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়৷ তিনটি বিষয়- মেডিকেল পেশাজীবীদের পরামর্শ, রোগীদের উপর পরিচালিত জরিপ এবং গুরুত্বপূর্ণ মেডিকেল পারফর্মেন্স নির্দেশক- বিবেচনা করে তালিকাটি প্রকাশিত হয়েছে৷
বিশেষায়িত হাসপাতাল
সবদিক বিবেচনায় সেরা হাসপাতাল নির্বাচন করা ছাড়াও ক্যানসার, হৃদরোগ, মানসিক রোগসহ অন্যান্য রোগের চিকিৎসায় গড়ে তোলা বিশেষায়িত হাসপাতালের উপরও আলাদা তালিকা করা হয়েছে৷ এছাড়া প্রতিটি দেশের জন্য আলাদা করে সেইসব দেশের সেরা হাসপাতালের তালিকাও রয়েছে৷
মানসিক রোগের চিকিৎসায় সেরা হাসপাতাল
তালিকায় মোট সাতটি হাসপাতালের নাম উল্লেখ করা হয়েছে৷ এর মধ্যে পাঁচটি জার্মানির৷ আর একটি করে ভারত ও স্পেনের৷
জার্মানির পাঁচটি
হাসপাতালগুলো হলো- বেৎসির্কসক্লিনিকুম রেগেন্সবুর্গ (https://www.medbo.de/kliniken-heime/psychiatrie/regensburg/) (ছবি), ইজার আম্পা ক্লিনিকুম- মিউনিখ নর্ড (https://kbo-iak.de/index.php?id=781), ক্লিনিকুম বামব্যার্গ (https://www.sozialstiftung-bamberg.de/klinikum-bamberg/), এলডাব্লিউএল-উনিভার্সিট্যাটসক্লিনিকুম বোখুম (https://www.lwl-uk-bochum.de/) ও স্যাখসিশেস ক্রাংকেনহাউস গ্রোসশোয়াইডনিৎস৷
স্পেনের একটি
বার্সেলোনার পার্ক সানিটারি সান্ত জোয়ান দা দেও - নুমানসিয়া (https://www.pssjd.org/) হাসপাতালের নাম তালিকায় এসেছে৷
ভারতের একটি
বেঙ্গালুরুতে অবস্থিত ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সেস’ (https://nimhans.ac.in/) ৷ নিউজউইকের জরিপের বিস্তারিত জানতে উপরের (+) চিহ্নে ক্লিক করুন৷