1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের আইনজীবীদের আদালত বর্জন

১৬ নভেম্বর ২০১১

যুদ্ধাপরাধ ট্রাইবুনালের বিচারপতি নিজামুল হক নাসিমের বিচারিক বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাইবুন্যাল বর্জন করেন আসামি পক্ষের আইনজীবী৷ আর তারেক রহমানের বিরুদ্ধে এফবিআই এজেন্টের সাক্ষ্য গ্রহণ করায়, আদালত বর্জন করেন তাঁর আইনজীবীরা৷

https://p.dw.com/p/13BX9
তারেক রহমানছবি: AP

আজ ৩ নম্বর বিশেষ জজ আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় সাক্ষ্য দিয়েছেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর এজেন্ট ডেবরা লাপ্রেভিটি৷ তিনি আদালতকে ২০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের ঘটনা জানান৷ বলেন তাদের কাছে তথ্য প্রমাণ আছে৷ কিন্তু এফবিআই এজেন্ট আদালতে হাজির হওয়ার পরপরই তারেক রহমানের আইনজীবীরা আদালত বর্জন করেন৷ তারেক রহমানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, এফবিআই-এর এজেন্ট আদালতে সাক্ষি দিতে পারেন না৷ এই আদালতে তারা ন্যায়বিচার পাবেন না৷

Tarique Rahman
ব়্যাবের হাতে ধরা পড়েন তারেক রহমানছবি: AP

অন্যদিকে আজ যুদ্ধাপরাধ ট্রাইবুনালে দোলোয়ার হোসেন সাঈদীর মামলার শুনানি ছিল৷ ২০ শে নভেম্বর থেকে তার বিচার কাজ শুরু হওয়ার কথা৷ তার আইনজীবী বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করছিলেন৷ কিন্তু আইনজীবী তাজুল ইসলাম বিচারপতি নিজামুল হক নাসিমের উপস্থিতিতে শুনানি করতে অপরাগতা প্রকাশ করে আদালত বর্জন করেন৷ উল্লেখ্য, তাকে বিচারকাজ থেকে বিরত রাখার আবেদন আগেই আদালত খারিজ করেছেন৷

প্রসিকিউশনের আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, আসামির আইনজীবীর আদালত বর্জনের কোন সুযোগ নেই৷ তারা উদ্দেশ্যমূলকভাবে আদালতের কাজ বাধাগ্রস্ত করছে৷

প্রসিকিউশন জানিয়েছে, ২০ শে নভেম্বরই সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হবে৷

প্রতিবেদন: হারুন উর রশিদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য