মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের আইনজীবীদের আদালত বর্জন
১৬ নভেম্বর ২০১১আজ ৩ নম্বর বিশেষ জজ আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় সাক্ষ্য দিয়েছেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর এজেন্ট ডেবরা লাপ্রেভিটি৷ তিনি আদালতকে ২০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের ঘটনা জানান৷ বলেন তাদের কাছে তথ্য প্রমাণ আছে৷ কিন্তু এফবিআই এজেন্ট আদালতে হাজির হওয়ার পরপরই তারেক রহমানের আইনজীবীরা আদালত বর্জন করেন৷ তারেক রহমানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, এফবিআই-এর এজেন্ট আদালতে সাক্ষি দিতে পারেন না৷ এই আদালতে তারা ন্যায়বিচার পাবেন না৷
অন্যদিকে আজ যুদ্ধাপরাধ ট্রাইবুনালে দোলোয়ার হোসেন সাঈদীর মামলার শুনানি ছিল৷ ২০ শে নভেম্বর থেকে তার বিচার কাজ শুরু হওয়ার কথা৷ তার আইনজীবী বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করছিলেন৷ কিন্তু আইনজীবী তাজুল ইসলাম বিচারপতি নিজামুল হক নাসিমের উপস্থিতিতে শুনানি করতে অপরাগতা প্রকাশ করে আদালত বর্জন করেন৷ উল্লেখ্য, তাকে বিচারকাজ থেকে বিরত রাখার আবেদন আগেই আদালত খারিজ করেছেন৷
প্রসিকিউশনের আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, আসামির আইনজীবীর আদালত বর্জনের কোন সুযোগ নেই৷ তারা উদ্দেশ্যমূলকভাবে আদালতের কাজ বাধাগ্রস্ত করছে৷
প্রসিকিউশন জানিয়েছে, ২০ শে নভেম্বরই সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হবে৷
প্রতিবেদন: হারুন উর রশিদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক