জার্মান অধ্যাপক বাংলায় যা বললেন
১৭ ডিসেম্বর ২০১৫দুই যুগের বেশি সময় আগে হিন্দি ভাষা শিখতে ভারতে গিয়েছিলেন অধ্যাপক হান্স হার্ডার৷ কিন্তু হিন্দি শিখতে গিয়ে ক্রমশ বাংলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এই অধ্যাপক৷ দ্বিতীয়বার ভারত সফরে কলকাতা গিয়েছেন তিনি৷ পরবর্তীতে বাংলাদেশে গিয়েছেন কয়েকবার৷ ভারতবর্ষে নিয়মিত ঘোরাঘুরির পাশাপাশি বাংলা ভাষা বলা, লেখার চর্চা করেছেন নিয়মিত৷ এখন শুধু শুদ্ধ বাংলা বলা বা লেখা নয়, বাংলা বিভিন্ন গল্প, উপন্যাস জার্মান ভাষায় ভাষান্তরও করছেন তিনি৷ গবেষণা করেছেন মাইজভান্ডারি নিয়ে৷
ডয়চে ভেলের সঙ্গে আলাপচারিতায় দুই বাংলার মধ্যকার ব্যবধানও খানিকটা তুলে ধরেন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট'-এর ভাষাতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক হার্ডার৷ তাঁর মতে, কলকাতার একটা ভারিক্কি ভাব, সেকেলে স্বাদ এখনো লেগে আছে যা ঢাকায় পাওয়া যাবে না৷ ঢাকার কিছু কিছু জায়গায় অতীতের কিছু কিছু চিহ্ন পাওয়া যায় কিন্তু কলকাতায় একটা বড় জায়গায় তা রয়ে গেছে, বলেন তিনি৷
বাংলা ভাষা শেখা অনেক কঠিন, মনে করেন হার্ডার৷ নিজের ছাত্রদের নিয়ে অভিজ্ঞতার আলোকে তিনি জানান, বাংলার চেয়ে হিন্দি শেখা সহজ৷ কেননা, বিদেশিদের পক্ষে বাংলার উচ্চারণ আয়ত্ব করা অনেক কঠিন৷
অধ্যাপক হার্ডার ইতোমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা' জার্মান ভাষায় ভাষান্তর করেছেন৷ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ-র একটি লেখা অনুবাদ করেছেন৷ এছাড়া আখতারুজ্জামান ইলিয়াসের লেখাও জার্মান ভাষায় প্রকাশ করেছেন হার্ডার৷ সম্প্রতি নবারুণ ভট্টাচার্যের হারবার্ট উপন্যাসটি অনুবাদ করেছেন তিনি৷
জার্মান এই অধ্যাপকের সঙ্গে কথা হয় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও৷ বিদেশি হত্যাকাণ্ড, ব্লগার হত্যাকাণ্ডের খবর তাঁকেও উদ্বিগ্ন করেছে৷ কারা এ সব করছে, কেন করছে, সমাজে তার প্রভাব কেমন হচ্ছে বা হবে, তা নিয়ে গবেষণার প্রয়োজন আছে মনে করেন তিনি৷ ধর্মীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনার পক্ষে সুফিজম নিয়ে কাজ করা এই অধ্যাপক৷
হান্স হার্ডার মনে করেন, বাংলাদেশে ব্লগার, মুক্তমনাদের উপর হামলা রোধে সরকারের আরো সক্রিয় হওয়ার দরকার৷ তবে এটা অবশ্য শুধু বাংলাদেশ সরকারই নয়, যেকোন দেশের জন্যই প্রযোজ্য, বলেন তিনি৷
অধ্যাপক হার্ডার মনে করেন, মানুষ মেরে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় না৷ একটা ধর্ম যে সবচেয়ে ভালো, তা প্রমাণ করতে হলে বোঝাতে হবে যে সে ধর্মে ভালোবাসা রয়েছে, মানুষের অনেক প্রকৃষ্ট গুণ রয়েছে৷ সেসব দিয়ে, মানুষ হত্যা করে নয়, জানান তিনি৷
অধ্যাপক হান্স হার্ডারের পুরো সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন এই লিংকে৷