1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষকে ঘরে রাখতে সারাদেশে কঠোর সেনাবাহিনী

২ এপ্রিল ২০২০

করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে শক্ত অবস্থানে গিয়েছে সেনাবাহিনী ও পুলিশ৷ সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে শিথিলতা দেখা দেয়ায় কঠোর অবস্থানে যেতে হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর এবং পুলিশ৷

https://p.dw.com/p/3aMIw
Bangladesch Armeehilfe Coronavirus
ছবি: ISPR

সেনাবাহিনীর মূল উদ্দেশ্য হলো বিদেশ থেকে আসা কোনো ব্যক্তি যাতে কোয়ারান্টিন এড়াতে না পারেন তা নিশ্চিত করা৷

অবশ্য বল প্রয়োগ নয়, উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া অনুসরণের কথা বলছেন সেনারা৷ আর এজন্য তারা মাইকিং করা ছাড়াও মানুষের জটলা ভেঙে দেয়া, রাস্তা ও বাজারে টহল বাড়ানো, মাস্ক বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা এবং প্রয়োজনে জরিমানা করছেন৷ বিশেষ করে যারা ত্রাণ বিতরণ করছেন এবং নিচ্ছেন সবাই যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন সেই বিষয়গুলোও নিশ্চিত করার কাজ করছেন৷ যারা ত্রাণ বিতরণ করেন তাদের বিতরণের আগে স্থানীয় থানা-পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷ যেকোনো জরুরি প্রয়াজনে পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করতে বলা হয়েছে৷

আন্তবাহিনী গণসংযোগ বিভাগের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘মানুষের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষায় আমরা এক ধরনের শিথিলতা লক্ষ্য করছি৷ এটা যাতে না হয় সে কারণেই আমরা কঠোর অবস্থানে গিয়েছি৷ তবে এটা বল প্রয়োগের মাধ্যমে বা কাউকে হিউমিলিয়েট করে নয়, আমরা মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছি৷ করোনা প্রতিরোধে সিভিল প্রশাসনের যত ধরনের সহায়তা প্রয়োজন আমরা সব করব৷’’

লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ

তিনি আরো বলেন, ‘‘কিছু মানুষ পুলিশ টহল টিম সরে গেলেই আবার জড়ো হন৷ তারা মনে করেন তাদের কিছু হবে না৷ তাই সেনাবাহিনী গিয়ে এখন তাদের বলছে৷ সামাজিক দূরত্বই যে করোনার হাত থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায় তা বোঝাচ্ছে৷’’

আইএসপিআর জানিয়েছে, দেশের ৬৪ জেলার ৬২ জেলায় সেনাবাহিনী কাজ করছে৷ আর দুইটি জেলায় কাজ করছে নৌবাহিনী৷ তবে সেনাবাহিনীর সাথে আরো চার জেলায় নৌবাহিনীও কাজ করছে৷ ৬৪ জেলায় সব মিলিয়ে মোট ৫২৫টি দল কাজ করছে৷ 

বিদেশ থেকে যারা এসেছেন তাদের কোয়ারান্টিন নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, তারা যাতে সাধারণ মানুষের সাথে না মিশতে পারেন৷ জেলা প্রশাসনের যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজ ধরেই তারা এই কাজ করছেন৷ এর বাইরেও যদি নতুন কোনো খবর পাওয়া যায় সে ব্যাপারেও তারা ব্যবস্থা নিচ্ছেন৷ লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘‘আমরা এই কাজে সিভিল প্রশাসন যে ধরনের সহযোগিতা চায় সেই ধরনের সহযোগিতা করছি৷’’

ঢাকাসহ সারাদেশে পুলিশও আরো কঠোর হয়েছে৷ ঢাকায় পুলিশের টহলের বাইরেও ৫০টি চেকপোস্ট বসিয়ে ‘জরুরি প্রয়োজন' ছাড়া পথচারী ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতকেও আগের চেয়ে সক্রিয় হতে দেখা যায়৷ বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের কয়েক জায়গায় জরিমানাও করা হয়৷

মাসুদুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ( মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘‘আমরা জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে নিষেধ করছি৷ আর তল্লাশীর মাধ্যমে নিশ্চিত হচ্ছি যারা বাইরে বের হচ্ছেন তাদের প্রয়োজনটা আসেলই জরুরি কিনা৷ আর যারা বের হচ্ছেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে বের হচ্ছেন কিনা৷’’

পুলিশ বাজার, গলির ছোটখাট দোকান বা যেখানে জটলা হয় সেখানে নজর রাখছে৷ সামাজিক দূরত্ব ভাঙা হলেও সেখানে তারা গিয়ে জটলা ভেঙে মানুষকে ঘরে পাঠিয়ে দিচ্ছে৷ ত্রাণ সামগ্রী বিতরণেও তারা সামাজিক দূরত্বের ব্যাপারে আরো কঠোর হয়েছে৷

তারপরও ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষ পুলিশ সরে গেলেই জটলা তৈরি হচ্ছে৷ এক মোটরসাইকেলে দু'জন চড়ছেন৷ গলির চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন৷ বিশেষ করে ত্রাণের আশায় গরীব মানুষ রাস্তার পাশে দল বেধে অপেক্ষা করছেন৷’’

এদিকে পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার বাহিনীর সদস্যদের এক নির্দেশনায় বলেছেন, সাধারণ মানুষকে বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দেয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে, যেনো কোনোভাবেই জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয়৷ সরকার নির্দেশিত সোশ্যাল ডিসট্যান্স এবং হোম কোয়ারান্টিন বাস্তবায়নে পুলিশ সদস্যদের তৎপর থাকতে হবে৷ আর জনগণকে সেবা প্রদানের পাশাপাশি নিজের, অধীনস্ত সদস্য, সহকর্মী এবং পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে ৷

প্রসঙ্গত করোনা ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির নামে লকডাউন শুরু হয় বাংলাদেশে, ৯ এপ্রিল পর্যন্ত চলবে৷

দেখুন ২৭ মার্চের ছবিঘর... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য