1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষবাহী মহাকাশযানের ঘোষণা দিলেন মোদী

১৫ আগস্ট ২০১৮

স্বাধীনতা দিবসে সরকারের অনেক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু চমকপ্রিয় মোদী ভুললেন না নতুন চমক দিতেও৷

https://p.dw.com/p/33Bj4
Indien Unabhängigkeitstag Narendra Modi
ছবি: Reuters/A. Abidi

আগামী বছরের শুরুতেই সাধারণ নির্বাচন৷ ফলে স্বাধীনতা দিবসে মোদী কী বলেন, সেদিকে চোখ ছিল সবারই৷ নিরাশ করেননি তিনি, ঘোষণা দিয়েছেন, ২০২২ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত৷

নয়া দিল্লির রেড ফোর্ট থেকে দেয়া ৮০ মিনিটের ভাষণে বিজেপি সরকারের ৫ বছরের সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যের কথাও উঠে এসেছে৷

তিনি বলেন, ‘‘ভারত অনেক আগে থেকেই মহাকাশবিজ্ঞানে এগিয়ে আছে৷ কিন্তু ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে বা তারও আগে ভারতের কোনো এক সন্তান দেশের পতাকা হাতে মহাকাশে যাবে৷''

এই পরিকল্পনা সফল হলে ভারত হবে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ৷ ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা৷ কিন্তু সেটি ছিল একটি রুশ মহাকাশযান৷

Indien Unabhängigkeitstag
ভারতের স্বাধীনতা দিবসে স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনছেনছবি: Reuters/A. Abidi

১৯৬০ সাল থেকে মহাকাশ প্রকল্প চালিয়ে আসছে ভারত৷ এই কয়েক দশকে প্রচুর স্যাটেলাইটও মহাকাশে পাঠিয়েছে দেশটি৷ মঙ্গলগ্রহ এবং চাঁদেও মহাকাশযান পাঠিয়েছে দেশটি৷ বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির দেশটি মহাকাশ প্রযুক্তির উন্নয়ন দেশের বিভিন্ন সমস্যা সমাধানের কাজেও লাগাতে চায়৷

ভাষণে অবশ্য মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর পরিকল্পনা এখন কী অবস্থায় আছে, তা জানানো হয়নি৷

বক্তব্যে সেপ্টেম্বরে একটি নতুন স্বাস্থ্যবিমা নীতি ঘোষণার কথাও বলেন মোদী৷ তিনি বলেন, এই বিমার আওতায় আসবে ৫০ কোটি দরিদ্র জনগণ৷ অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ের ফিরিস্তিও তুলে ধরেন মোদি৷

১৯৪৭ সালের ১৫ আগস্ট বৃটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত৷

এডিকে (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য