মানুষবাহী মহাকাশযানের ঘোষণা দিলেন মোদী
১৫ আগস্ট ২০১৮আগামী বছরের শুরুতেই সাধারণ নির্বাচন৷ ফলে স্বাধীনতা দিবসে মোদী কী বলেন, সেদিকে চোখ ছিল সবারই৷ নিরাশ করেননি তিনি, ঘোষণা দিয়েছেন, ২০২২ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত৷
নয়া দিল্লির রেড ফোর্ট থেকে দেয়া ৮০ মিনিটের ভাষণে বিজেপি সরকারের ৫ বছরের সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যের কথাও উঠে এসেছে৷
তিনি বলেন, ‘‘ভারত অনেক আগে থেকেই মহাকাশবিজ্ঞানে এগিয়ে আছে৷ কিন্তু ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে বা তারও আগে ভারতের কোনো এক সন্তান দেশের পতাকা হাতে মহাকাশে যাবে৷''
এই পরিকল্পনা সফল হলে ভারত হবে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ৷ ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা৷ কিন্তু সেটি ছিল একটি রুশ মহাকাশযান৷
১৯৬০ সাল থেকে মহাকাশ প্রকল্প চালিয়ে আসছে ভারত৷ এই কয়েক দশকে প্রচুর স্যাটেলাইটও মহাকাশে পাঠিয়েছে দেশটি৷ মঙ্গলগ্রহ এবং চাঁদেও মহাকাশযান পাঠিয়েছে দেশটি৷ বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির দেশটি মহাকাশ প্রযুক্তির উন্নয়ন দেশের বিভিন্ন সমস্যা সমাধানের কাজেও লাগাতে চায়৷
ভাষণে অবশ্য মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর পরিকল্পনা এখন কী অবস্থায় আছে, তা জানানো হয়নি৷
বক্তব্যে সেপ্টেম্বরে একটি নতুন স্বাস্থ্যবিমা নীতি ঘোষণার কথাও বলেন মোদী৷ তিনি বলেন, এই বিমার আওতায় আসবে ৫০ কোটি দরিদ্র জনগণ৷ অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ের ফিরিস্তিও তুলে ধরেন মোদি৷
১৯৪৭ সালের ১৫ আগস্ট বৃটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত৷
এডিকে (এপি, এএফপি, রয়টার্স)