মানুষের মতো আচরণ করে যেসব প্রাণী
সার্কাসে বাদামী ভাল্লুককে সাইকেল চালাতে নিশ্চয়ই দেখেছেন, কিংবা লাভবার্ডকে কথা বলতে? অনেকে বলেন, এগুলো হচ্ছে মানুষের আচরণ৷ সত্যি বলতে কী, অনেক প্রাণী আছে যেগুলো কিছু কাজ মানুষের মতোই করে৷
যন্ত্রপাতি ব্যবহার
শিম্পাঞ্জিদের যন্ত্রপাতি ব্যবহারের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছে৷ লাইপসিশের মাক্স প্লাংক ইন্সটিটিউট ফর ইভোল্যুশোনারি এন্থ্রোপলজির গবেষকরা জানিয়েছেন, পশ্চিম আফ্রিকায় শিম্পাঞ্জিরা বাদাম ভাঙতে গত ৪,৩০০ বছর ধরে পাথরের এক ধরনের টুল ব্যবহার করছে৷
নাম ধরে ডাকা
ব্রিটিশ গবেষকরা জানিয়েছেন, বোটলনোজ ডলফিনরা তাদের সঙ্গীদের ডাকতে বিশেষ ধরনের শিস ব্যবহার করে৷ খুব অল্প বয়স থেকেই একেকটি ডলফিনের জন্য একেক ধরনের শিস নির্ধারণ করা হয়, যা অনেকটা তাদের নামের মতো৷
মাছ ধরা
ক্যালেডোনিয়ান কাক মাছ ধরার জন্য বিশেষ টুল তৈরি করতে পারে৷ সায়েন্স ম্যাগাজিনে ২০০২ সালে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়েছে যে, এই কাক একটি লম্বা তার গোল করে একটি পাত্র থেকে খাবার তুলতে সক্ষম হয়েছিল৷
দীর্ঘমেয়াদী স্মৃতি
শুকররা তাদের আত্মীয়দের আচরণ পর্যবেক্ষণ করে তা শিখে নিতে পারে৷ ভিয়েনার গবেষকরা কুনে কুনে শুকর নিয়ে গবেষণার সময় বিষয়টি টের পান৷ দেখা গেছে, শুকরগুলো একটি বিষয় শেখার ছয় মাস পর সেটি করে দেখিয়েছে৷ এতে প্রমাণিত হয় যে, তাদের দীর্ঘদিন কোনো কিছু মনে রাখার ক্ষমতা আছে৷
পশু পালন
পিপড়ারা পশু পালনের মতো এক ধরনের উদ্দংশ পালন করে, যেগুলো থেকে এক ধরনের অমৃতরস পায়৷ উদ্দংশগুলো যাতে কম গতিতে চলে এবং পালাতে না পারে, সেই ব্যবস্থা করতে এক ধরনের রাসায়নিকও ব্যবহার করে পিপড়ারা৷
নিজেকে চেনে কবুতর
কবুতর আয়নায় নিজেকে দেখলে চিনতে পারে৷ এই প্রতিভা মানুষের মধ্যে আছে বটে, তবে শিশুদের তা রপ্ত করতে কয়ে কবছর লেগে যায়৷
সামাজিক জীবন
ক্যানাডার পশ্চিম উপকূলে অবস্থানরত এই অর্কারা সাতলাখ বছর ধরে একটি ঐতিহ্য ধরে রেখেছে৷ ‘রেসিডেন্টস’ অর্কারা মূলত মাছ খায়, আর ‘ট্রান্সিয়েন্টস’ অর্কারা খায় স্তন্যপায়ী প্রাণী৷ বিস্ময়কর ব্যাপার হচ্ছে, প্রয়োজন হলেও তারা তাদের এই অভ্যাসে পরিবর্তন আনে না৷