মারা গেছেন মোহাম্মদ নাসিম
১৩ জুন ২০২০তার মৃত্যুর খবর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া৷
তিনি নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের কাছ থেকে এই খবর পান৷ নাসিম মৃত্যুর আগে গত এক জুন থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ হাসপাতালটির সিইও আল ইমরান বিডিনিউজকে জানান, বাংলাদেশ সময় সকাল ১১টা ১০ মিনিটে নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম৷ পরবর্তীতে তিনি কোভিডমুক্ত হলেও স্ট্রোক করেন৷ এতে তার অবস্থার অবনতি ঘটে৷
নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর৷ তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন৷ পঁচাত্তর সালে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম৷ তিনি পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য৷ নাসিম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন৷
রোববার বনানী কবরস্থানে নাসিমের দাফনের প্রস্তুতি চলছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে৷
এদিকে, নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷
১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় নাসিম জন্মগ্রহণ করেন৷
তার পিতা এম মনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক৷ তিনি স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন৷
ষাটের দশকে ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন নাসিম৷ তিনি ১৯৭৩ সালে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন৷
তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮৬ সালে৷ তখনকার আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসিম সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপের দায়িত্বও পালন করেন৷ পরে ১৯৯৬ সালে আবার আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভের সময় নাসিমও তার আসনে জয় পান৷ ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার জয় পেলেও নাসিম তার আসন হাতছাড়া করেননি৷ পরে ২০১৪ ও ২০১৮ সালে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷
৯৬ সালে আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান নাসিম৷ পরের বছর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয় তাকে৷ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন৷ সবশেষ ২০১৪ সালে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান নাসিম৷
তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন৷
জেডএ/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)