1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের কাছে দুই জিম্মির আর্জি

১২ জানুয়ারি ২০১৭

আফগানিস্তানের কাবুলে অবস্থিত অ্যামেরিকান ইউনিভার্সিটির দুই শিক্ষককে গত আগস্টে অপহরণ করে তালেবান৷ বুধবার প্রকাশিত এক ভিডিওতে তাঁরা মুক্তি পেতে ট্রাম্পের সহায়তা চেয়েছেন৷

https://p.dw.com/p/2VgQG
আফগান তালেবান
ছবি: Reuters

গত বছরের আগস্টের ৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তুলে নিয়ে যায় তালেবান৷ পুলিশের পোশাকে বন্দুক ঠেকিয়ে তাঁদের অপহরণ করা হয়৷ এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী দু'জনকে ছাড়াতে অভিযান পরিচালনা করে৷ তবে যে স্থানে জিম্মিদের রাখা হয়েছে বলে অভিযান চালানো হয় সেখানে তাঁদের পাওয়া যায়নি বলে সেপ্টেম্বরে জানিয়েছিল পেন্টাগন৷

অপহৃত হওয়া দুই শিক্ষকের একজন মার্কিন নাগরিক কেভিন কিং, অন্যজন অস্ট্রেলিয়ার নাগরিক টিমোথি উইকস৷

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বুধবার অনলাইনে ভিডিওটি প্রকাশ করেন৷ এর মাধ্যমে ঐ দুই জিম্মির এখনও বেঁচে থাকার প্রমাণ পাওয়া যায়৷

ট্রাম্পের কাছে আরজি

ভিডিওতে টিমোথি উইকসকে তাঁদের দু'জনের মুক্তির উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করতে শোনা গেছে৷ উইকস জানান, জানুয়ারির ১ তারিখে ভিডিওটি করা হয়েছে৷ বাগরাম এয়ার ফিল্ড ও কাবুলের পুল-ই-চারখিতে থাকা বন্দিদের যদি যুক্তরাষ্ট্র ছেড়ে দেয় তাহলে এই দুই জিম্মিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে তালেবান৷

উইকস ভিডিওতে বলেন, ‘‘তাদের (যাদের মুক্তি চাইছে তালেবান) সেখানে অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছে৷ তালেবান বলেছে, বন্দিদের ছেড়ে দিলে আমাদের মুক্ত করে দেবে৷ কিন্তু যদি তা না করা হয় তাহলে আমাদের হত্যা করা হবে৷''

তিনি বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প, স্যার, প্লিজ, আমি বলছি বিষয়টি (আমাদের মুক্তি) আপনার হাতে৷ দয়া করে আপনি তালেবানের সঙ্গে আলোচনা করুন৷ আপনি যদি আলোচনা না করেন, তাহলে আমরা মরে যাব৷''

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানের হাতে বিদেশিদের অপহৃত হওয়ার ঘটনা নতুন নয়৷ গত বছর তালেবানের প্রকাশিত অন্য এক ভিডিওতে আরেক মার্কিন নাগরিক ও তার ক্যানাডীয় স্বামীকে দেখা গিয়েছিল৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য