মার্কিন গির্জায় ‘উড়ন্ত' যাজক
২৮ নভেম্বর ২০১৮মিসিসিপি শহরের এক গির্জায় ধর্মীয় প্রচার চালাতে গিয়ে ‘স্টান্ট' করলেন এক কৃষ্ণাঙ্গ যাজক৷ তবে কারিগরি ত্রুটিতে ভাবগাম্ভীর্যের বদলে তা জন্ম দিয়েছে ব্যাপক হাস্যরসের৷
যিশু খ্রিস্টের পুনরুত্থান নিয়ে বক্তৃতা দেয়ার কথা ছিল যাজকের৷ সে ঘটনাটি যে ‘অলৌকিক' এবং ‘আশ্চর্যজনক' হবে, তা বুঝাতেই এই পথ বেছে নিয়েছিলেন যাজক৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হলিউডের ম্যুভির মতো করে শরীরের দুই পাশে দড়ি দিয়ে বেঁধে আকাশে উড়তে থাকেন যাজক৷ পাশাপাশি হাতে মাইক্রোফোন নিয়ে ‘ঝুলন্ত' বা ‘উড়ন্ত' অবস্থাতেই প্রচার করতে থাকেন যিশুর পুনরুত্থানের বার্তা৷
তিনি বলছিলেন, ‘‘যিশু ফিরে আসার পথে রয়েছেন৷ যেদিন তিনি ফেরত আসবেন, আকাশ সেদিন ভেঙে পড়বে৷ সবার দৃষ্টি শুধু তাঁর দিকেই নিবদ্ধ থাকবে৷''
পরিকল্পনা ছিল, এই কথাটুকু বলতে বলতে ধীরে ধীরে নীচে মঞ্চে নেমে এসে বাকি কথা বলবেন যাজক৷ কিন্তু মাঝপথে বাঁধলো বিপত্তি৷ ধীরে ধীরে নীচে নামার বদলে দড়িটি মঞ্চের ওপর স্থির হয়ে রইলো কিছুক্ষণ৷
সময়ক্ষেপণের জন্য বেশ কয়েকবার যাজক ‘‘আপনারা কি এর জন্য প্রস্তুত?'' বলে দর্শকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও সবার নজর তখন যাজকের ‘সার্কাসের' দিকেই৷ তাঁর দুরবস্থা দেখে একসময় হাসিতে ফেটে পড়েন সমাগত অতিথিরা৷
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmiguelsanchezavila.org%2Fvideos%2F285741925402241%2F&show_text=0&width=268" width="268" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
পরে একসময় অবশ্য নীচে নামতে সক্ষম হন যাজক৷
‘যাজক যখন বিয়ন্সে হতে চান' শিরোনাম দিয়ে মিগুয়েল সানচেজ নামে এক ফেসবুক ব্যবহারকারীর ২৬ নভেম্বর আপলোড করা ভিডিও তিন দিনেই দেখেছেন সোয়া এক লাখ মানুষ৷
ভিডিওতে মন্তব্যকারীদের বেশিরভাগই মজার মজার মন্তব্য করলেও কেউ কেউ অনর্থক টাকার অপচয়ে যাজক ও গির্জা কর্তৃপক্ষের ওপর বেজায় চটেছেন৷
এডিকে/এসিবি