1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ঘাঁটিতে হামলায় ‘সংশ্লিষ্টতা' অস্বীকার ইরানের

২৯ জানুয়ারি ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে যে ড্রোন হামলা করা হয়েছে, তাতে ইরান সমর্থিত জঙ্গি দলের সংশ্লিষ্টতা রয়েছে৷ ইরান কোনো রকমের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে৷

https://p.dw.com/p/4bnl2
জর্ডানে মার্কিন ঘাঁটি টাওয়ার ২২
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরান ছবি: Planet Labs PBC/picture alliance

রোববার জর্ডানের উত্তরাঞ্চলে সিরীয় সীমান্তে ‘টাওয়ার ২২' নামের মার্কিন ঘাঁটিতে সংঘটিত ড্রোন হামলা হয়৷ এতে তিন মার্কিন সেনা নিহত ও আরো ৩৪ জন আহত হন৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন, সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনগুলো এ হামলা চালিয়েছে৷

একইসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন উত্তেজনা প্রশমনে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন৷

ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাসের কানানি  একে ‘ভিত্তিহীন' বলে অভিযোগটি একেবারে উড়িয়ে দিয়েছেন৷৷ অ্যামেরিকাকে যু্দ্ধে টেনে আনলে যাদের লাভ, এই হামলাকে তাদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি৷

এর আগে ইরানে জাতিসংঘের মিশনের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানের ফলে ইরাক ও সিরিয়ায় প্রতিরোধী দলগুলোর সঙ্গে তাদের সংঘাতের শুরু এবং এমন আক্রমন তারই জবাব৷ ইরানের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেন তিনি৷

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হবার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ১৫০ বারেরও বেশি হামলা হয়েছে৷

জেডএ/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য