মার্কিন ঘাঁটির কাছেই থাকতেন তালেবান প্রতিষ্ঠাতা!
১১ মার্চ ২০১৯নিজের লেখা ‘সার্চিং ফর দা এনেমি' বইয়ে তিনি লিখেছেন, আফগানিস্তানের জাবুল অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটির অদূরেই বাস করতেন মোল্লা ওমর৷
দীর্ঘ আট বছরের গবেষণার ফল এই বইয়ে বেটে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রসহ সবাই ভুল ভেবেছিলেন৷ ২০০১ সালের পর থেকে ওমর কখনো পাকিস্তানে যাননি৷ তিনি আট বছর ধরে নিজের দেশ আফগানিস্তানেই ছিলেন, মার্কিন সেনাঘাঁটি থেকে মাত্র কয়েক মাইল দূরে৷''
বেটে আরো জানান, মার্কিন ও আফগান সরকারি সূত্র ও ওমরের ব্যক্তিগত দেহরক্ষীর বয়ানেও তিনি এই তথ্য পেয়েছেন৷
সত্যি, না মিথ্যা এই দাবি?
ডাচ সাংবাদিক বেটে ডামের বই প্রকাশ হবার পর থেকেই আফগান ও মার্কিন মহলে শুরু হয়েছে আলোচনা৷ ডামের দাবিকে গ্রাহ্য করছে না মার্কিন-আফগান কোনো পক্ষই৷
আফগান কর্তৃপক্ষের মুখপাত্র হারুন চাখানসুরি একটি টুইটে জানান, ‘‘আমরা দৃঢ়ভাবে এই বিভ্রান্তিকর দাবিকে প্রত্যাখ্যান করি৷ এই দাবি আসলে তালেবানকে একটি নির্দিষ্ট পরিচয় দেবার প্রচেষ্টা৷ মোল্লা ওমর যে পাকিস্তানেই থাকত ও সেখানেই মারা গেছে, সেবিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে৷''
মার্কিন ইন্টেলিজেন্স সংস্থা সিআইএ'র প্রাক্তন পরিচালক ডেভিড পেট্রাইউস এক সময় আফগানিস্তানে কর্মরত ছিলেন৷ বেটের এই নতুন দাবি প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাকে তিনি বলেন, ‘‘আমার মনে হয়না মোল্লা ওমর এত বড় ঝুঁকি কখনো নিত৷''
উল্লেখ্য, বেটে ডাম এই বইতে লিখেছেন যে, দুইবার মার্কিন সেনারা মোল্লা ওমরের খুব কাছে এসেও তাঁকে ধরতে ব্যর্থ হয়৷
এসএস/জেডএইচ (এএফপি, ডিপিএ)