1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ঘাঁটির কাছেই থাকতেন তালেবান প্রতিষ্ঠাতা!

১১ মার্চ ২০১৯

জঙ্গিগোষ্ঠী তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটির কাছেই থাকতেন বলে সম্প্রতি প্রকাশিত এক বইয়ে দাবি করেছেন ডাচ সাংবাদিক বেটে ডাম৷

https://p.dw.com/p/3EnDu
Mullah Mohammed Omar
ছবি: picture alliance/CPA Media

নিজের লেখা ‘সার্চিং ফর দা এনেমি' বইয়ে তিনি লিখেছেন, আফগানিস্তানের জাবুল অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটির অদূরেই বাস করতেন মোল্লা ওমর৷

দীর্ঘ আট বছরের গবেষণার ফল এই বইয়ে বেটে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রসহ সবাই ভুল ভেবেছিলেন৷ ২০০১ সালের পর থেকে ওমর কখনো পাকিস্তানে যাননি৷ তিনি আট বছর ধরে নিজের দেশ আফগানিস্তানেই ছিলেন, মার্কিন সেনাঘাঁটি থেকে মাত্র কয়েক মাইল দূরে৷''

বেটে আরো জানান, মার্কিন ও আফগান সরকারি সূত্র ও ওমরের ব্যক্তিগত দেহরক্ষীর বয়ানেও তিনি এই তথ্য পেয়েছেন৷

সত্যি, না মিথ্যা এই দাবি?

ডাচ সাংবাদিক বেটে ডামের বই প্রকাশ হবার পর থেকেই আফগান ও মার্কিন মহলে শুরু হয়েছে আলোচনা৷ ডামের দাবিকে গ্রাহ্য করছে না মার্কিন-আফগান কোনো পক্ষই৷

আফগান কর্তৃপক্ষের মুখপাত্র হারুন চাখানসুরি একটি টুইটে জানান, ‘‘আমরা দৃঢ়ভাবে এই বিভ্রান্তিকর দাবিকে প্রত্যাখ্যান করি৷ এই দাবি আসলে  তালেবানকে  একটি নির্দিষ্ট পরিচয় দেবার প্রচেষ্টা৷ মোল্লা ওমর যে পাকিস্তানেই থাকত ও সেখানেই মারা গেছে, সেবিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে৷''

মার্কিন ইন্টেলিজেন্স সংস্থা সিআইএ'র প্রাক্তন পরিচালক ডেভিড পেট্রাইউস এক সময় আফগানিস্তানে কর্মরত ছিলেন৷ বেটের এই নতুন দাবি প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাকে তিনি বলেন, ‘‘আমার মনে হয়না মোল্লা ওমর এত বড় ঝুঁকি কখনো নিত৷''

উল্লেখ্য, বেটে ডাম এই বইতে লিখেছেন যে, দুইবার মার্কিন সেনারা মোল্লা ওমরের খুব কাছে এসেও তাঁকে ধরতে ব্যর্থ হয়৷

এসএস/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য