1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন বিমান হামলা সিরিয়ায়

২৮ জুন ২০২১

জো বাইডেন প্রশাসনের নির্দেশে মার্কিন সেনা বিমান হামলা চালালো সিরিয়া-ইরাক সীমান্তে। জঙ্গি ঘাঁটিতে হামলা বলে দাবি পেন্টাগনের।

https://p.dw.com/p/3veqq
মার্কিন ফাইটার
ছবি: Imago-Images/StockTrek Images

ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বিমান হামলা। অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে সিরিয়া সূত্রে জানা গিয়েছে। পেন্টাগন বিবৃতি দিয়ে হামলার কথা স্বীকার করেছে।

জো বাইডেন ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলা চালালো অ্যামেরিকা। পেন্টাগন জানিয়েছে, সোমবার ভোরে সিরিয়ার দুইটি জঙ্গি ঘাঁটি এবং ইরাকের একটি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। ওই জায়গাগুলিতে জঙ্গিদের অস্ত্র ভান্ডার ছিল বলে দাবি করেছে অ্যামেরিকা।

অ্যামেরিকার দাবি, ইরানের মদতপুষ্ট কাতায়েব হেজবোল্লাহ জঙ্গিদের ঘাঁটি ছিল সিরিয়া সীমান্তে। টার্গেট নির্দিষ্ট করেই সেখানে আক্রমণ চলানো হয়েছে। এর আগে ইরাকে মার্কিন ঘাঁটিতে ওই জঙ্গিরা একাধিক আক্রমণ চালায় বলে পেন্টাগনের দাবি।

আক্রমণের কথা প্রথম জানায় মানবাধিকার সংগঠন। সিরিয়ার সংবাদমাধ্যম তাদের জানিয়েছে, মার্কিন বিমান হামলায় অন্তত একটি শিশুর মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অ্যামেরিকা যে জঙ্গিদের মৃত্যু হয়েছে বলে দাবি করছে, সিরিয়ার সংবাদমাধ্যম সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। জঙ্গি সংগঠনও এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে মার্কিন বিমান হামলা যে আটমকা ঘটেছে, সে কথা স্বীকার করছে সব পক্ষই।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)