মার্কিন ভোটে মাঠে রাশিয়া-চীন-ইরানের হ্যাকাররা!
১১ সেপ্টেম্বর ২০২০আর দুই মাসও বাকি নেই। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা অ্যামেরিকায়। তার আগে বড়সড় থ্রেটের কথা জানালো মার্কিন সাইবার কোম্পানি মাইক্রোসফট। তাদের বক্তব্য, রাশিয়া, ইরান এবং চীনের হ্যাকাররা ডনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দু'জনের নির্বাচনী প্রচারই হ্যাক করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট টম বার্ট একটি টুইট করেন। সেখানে বলা হয় রাশিয়া, চীন এবং ইরানের হ্যাকাররা মার্কিন নির্বাচনের প্রচারের সাইটগুলি হ্যাক করার চেষ্টা করছে। শুধু তাই নয়, জো বাইডেন, ডনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা হচ্ছে। হ্যাক করা হচ্ছে তাঁদের পরামর্শদাতাদের ডেটাবেসও।
টম বার্ট জানিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনের সময়েও রাশিয়ার জিআরইউ মিলিটারি ইনটেলিজেন্স ইউনিট ভোট প্রচারের বিভিন্ন সাইট হ্যাক করেছিল। ওই ইউনিটের কোড নেম ছিল 'ফ্যান্সি বিয়ার'। অভিযোগ, এ বছরেও ফ্যান্সি বিয়ার মাঠে নেমে পড়েছে। এ ছাড়াও ইরান এবং চীনের ইন্টেলিজেন্স সার্ভিসের হ্যাকাররা কাজ করছেন।
ডনাল্ড ট্রাম্পের সহকারীরা জানিয়েছেন, এ বারের নির্বাচনে যে বাইরের শক্তিরা ট্রাম্পকে হারানোর ষড়যন্ত্র করবে, তা তাঁদের জানা। কিন্তু এত কিছু করেও প্রেসিডেন্টকে হারানো যাবে না। জো বাইডেনের শিবির অবশ্য এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেনি।
চীন এবং ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত মাইক্রোসফটের এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে অ্যামেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের প্রতিনিধি বিবৃতি দিয়ে জানিয়েছেন, এ ধরনের অভিযোগ করার আগে অ্যামেরিকার প্রয়োজনীয় তথ্য দেওয়া উচিত। নইলে এ সমস্ত অভিযোগ ধোপে টেকে না।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)