উত্তর-পূর্বেও ট্রাম্প-ক্লিন্টনের আধিপত্য
২৭ এপ্রিল ২০১৬তিন নম্বর সুপার টিউসডে-তে প্রাইমারি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের মেরিল্যান্ড, ডেলাওয়্যার, রোড আইল্যান্ড, কনেক্টিকাট ও পেনসিলভানিয়া, এই পাঁচটি রাজ্যে৷ সব রাজ্যে জেতার পর ট্রাম্পের সংগ্রহে এখন ৯৫০ জন ডেলিগেট; চূড়ান্ত মনোনয়নের জন্য প্রয়োজন ১,২৩৭ জন ডেলিগেট৷ ট্রাম্প অবশ্য ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, তিনি ‘প্রিজাম্পটিভ নমিনি' অর্থাৎ তাঁকে মনোনীত রিপাবলিকান প্রার্থী বলে ‘ধরে নেওয়া যায়'৷
তাঁর দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী জন ক্যাসিচ ও টেড ক্রুজ ট্রাম্পের ধারে-কাছে আসতে পারেননি৷
ক্লিন্টনের হাতে এখন ১,৬১৮ জন ডেলিগেট; অর্থাৎ একটি বড় রাজনৈতিক দলের প্রথম মহিলা প্রেসিডেন্ট-পদপ্রার্থী হবার জন্য তাঁর আর মাত্র দশ শতাংশ ডেলিগেট পাওয়া বাকি৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সংগ্রহে আপাতত ১,২৬৭ জন ডেলিগেট৷
ট্রাম্প ইতিমধ্যে ক্যাসিচ ও ক্রুজকে ছেড়ে ক্লিন্টনের দিকে কামান দাগতে শুরু করেছেন৷ তাঁর মতে হিলারি ক্লিন্টন শুধু মহিলা বলেই তাঁকে এতোটা গুরুত্ব দেওয়া হচ্ছে; পুরুষ হলে তিনি পাঁচ শতাংশ ভোটও পেতেন না৷
যুক্তরাষ্ট্রে প্রাইমারির সামগ্রিক ছবিটা আপাতত এইরকম:-
আপনার কী মনে হয়, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? ডোনাল্ড ট্রাম্প না হিলারি ক্লিন্টন?
এসি/জেডএইচ (এপি, রয়টার্স)