1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

মার্কিন সাহায্যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র: রাশিয়া

১১ মার্চ ২০২২

রাশিয়ার অভিযোগ, অ্যামেরিকার সাহায্যে রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইউক্রেন। অভিযোগ অস্বীকার জেলেনস্কির।

https://p.dw.com/p/48KOF
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার অভিযোগ নিয়ে আলোচনা হবে। ছবি: Seth Wenig/AP/picture alliance

রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন বিতর্কের কেন্দ্রে রাসায়নিক অস্ত্র। রাশিয়া অভিযোগ করেছে, অ্যামেরিকার সহায়তায় ইউক্রেন এখন রাসায়নিক অস্ত্র তৈরি করছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়েছে রাশিয়া। তাদের সেই আবেদন মেনে আলোচনাও হবে।

কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন। অ্যামেরিকা বলেছে, রাশিয়া আসলে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে চায়। তার জন্য বাহানা তৈরি করছে।

জেলেনস্কি যা বলেছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ''অভিযোগ করা হয়েছে, আমরা নাকি রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছি। তোমরা কি ইউক্রেনকে রাসায়নিক-মুক্ত করতে চাইছ? কী করে করবে? অ্যামোনিয়া ব্যবহার করে? ফসফরাস দিয়ে?''

জেলেনস্কির বক্তব্য, ''রাসায়নিক কেন, সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো অস্ত্রই আমরা তৈরি বা ব্যবহার করছি না।''

জাতিসংঘে আলোচনা

শুক্রবারই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার অভিযোগ নিয়ে আলোচনা হবে। পশ্চিমা দেশগুলির দাবি, রাশিয়া মিথ্যা অভিযোগ করছে। তারা আসলে এই অভিযোগ করছে, কারণ, তারা নিজেরাই ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে চায়।

জাতিসংঘে অ্যামেরিকার মুখপাত্র সংবাদসংস্থা এপি-কে বলেছেন, রাশিয়া বিশ্বের চোখে ধুলো দিতে চাইছে। আর তারা জাতিসংঘের মঞ্চকে এই কাজে ব্যবহার করতে চাইছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)