নীলনয়না মডেলের ‘আত্মহত্যা’
২৯ মার্চ ২০১৭রাউধা আতিফের মরদেহ বুধবার দুপুরে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে তাঁর রুম থেকে উদ্ধার করা হয়৷ ঘটনাস্থল পরিদর্শন করে আসা রাজশাহী পুলিশের উপকমিশনার আহমেদ জাফর ডয়চে ভেলেকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি ‘আত্মহত্যা’ করেছেন৷
২১ বছর বয়সি রাউধা আতিফ মালদ্বীপের একজন উঠতি মডেল৷ তাঁর ছবি ইতোমধ্যে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত হয়েছে৷ আহমেদ জাফর অবশ্য এই বিষয়টি অবগত নন বলে জানালেও আতিফের মৃত্যুর পেছনে আত্মহত্যার বাইরে আর কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা জানা যাবে৷ তবে আপাতত দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা৷’’
রাউধা আতিফ বিষন্নতায় ভুগছিলেন বলে তাঁর সহপাঠীরা পুলিশকে জানিয়েছেন বলেও ডয়চে ভেলেকে বলেন আহমেদ জাফর৷ মেডিকেল কলেজের এইচআর কর্মকর্তা জাহিদ হাসানও ডয়চে ভেলের কাছে একই দাবি করেন৷ তিনি জানান, রাউধা আতিফ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন৷ গত বছর থেকে রাজশাহীতে অবস্থান করছেন তিনি৷
এদিকে, আতিফের পরিবারের সঙ্গে কথা বলেছে মালদ্বীপের ‘সান’ পত্রিকা৷ তাঁর পরিবারের সদস্যরা ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি৷ এতে আতিফের এক সহপাঠীর ফেসবুক পোস্টের বরাত দিয়ে লেখা হয়েছে যে, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে করা হচ্ছে৷
ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের ২০১৬ সালের অক্টোবর মাসের প্রচ্ছদে রাউধা আতিফের ছবি প্রকাশ হয়েছিল৷ সেই সময় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশীদ তাঁকে টুইটারে অভিনন্দন জানান৷
সমুদ্রের পানির মতো নীল চোখের অধিকারী হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন আতিফ৷ ইন্সটাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ত্রিশ হাজারের মতো৷ একদিন আগেও সেখানে দু'টি ছবি পোস্ট করেছেন তিনি৷ এছাড়া ফেসবুকেই দু'দিন আগে একটি ছবি শেয়ার করেছেন তিনি৷ তবে তাঁর কোনো প্রোফাইলের সাম্প্রতিক কোনো পোস্টে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ কোনো কিছু দেখা যায়নি৷