মালেতে আগুনে ৯ ভারতীয়, এক বাংলাদেশির মৃত্যু
১০ নভেম্বর ২০২২বড়িটিতে মূলত ভারত ও বাংলাদেশ-সহ বাইরের দেশ থেকে আসা শ্রমিকরা থাকতেন। আগুন লেগে বাড়িটি পুড়ে গেছে। উপরের তলা থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা ভারত ও বাংলাদেশ থেকে মালদ্বীপে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির নীচের তলায় একটা গাড়ি সারাইয়ের গ্যারাজ ছিল। সেখানেই আগুন লাগে। ক্রমশ তা পুরো বাড়িতে ছড়ায়।
দমকলের এক মুখপাত্র জানিয়েছেন, চার ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তারা মোট ১০টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন।
মালদ্বীপের রাজনৈতিক দলগুলি বিদেশ থেকে আসা কর্মীরা যে অবস্থায় থাকেন, তা নিয়ে অতীতেও সোচ্চার হয়েছেন। মালেতে প্রায় আড়াই লাখ মানুষ থাকেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে লক্ষাধিক কর্মী মালেতে এসেছেন বলে মনে করা হয়।
করোনার সময় দেখা গিয়েছিল, এই কর্মীরা খুবই কষ্ট করে, রীতিমতো খারাপ অবস্থার মধ্যে দিন কাটান। সেজন্য যেখানে এই কর্মীদের বাস, সেখানে করোনা তিনগুণ বেশি গতিতে ছড়িয়েছিল।
জিএইচ/কেএম(এএফপি)