মাশরাফি ভক্তের কাণ্ডে হতবাক সবাই
৬ অক্টোবর ২০১৬তবে বিপত্তি অন্যত্র৷ ইংল্যান্ড টিমের বাংলাদেশ সফর চলাকালে এমনিতেই নিরাপত্তা নিয়ে চলছিল নানা আলোচনা৷ তার মধ্যে ভক্তের মাঠে ঢুকে পড়ার এই কাণ্ড দেখে কেউ কেউ এটা একটা ইস্যু হতে পারে বলে আলোচনা করতে শুরু করে৷ তবে মাশরাফি সেসব বিষয় আমলে নেননি৷ বরং জানিয়েছেন, ‘‘আমাদের দেশে এরকমটা তেমন না ঘটলেও বিদেশের মাঠে হরহামেশাই ঘটে৷'' এছাড়া তিনি ম্যাচ পরবর্তী সংবাদসম্মলনে তাঁর ভক্তকে যাতে ছেড়ে দেয়া হয়, সেই অনুরোধও করেছেন৷ মাঠে থাকতে নিজেও নিরাপত্তারক্ষীদের হাত থেকে শুরুতে কিছুক্ষণ তাঁকে রক্ষা করেছিলেন মাশরাফি৷
পুলিশও মাশরাফির কথা রেখেছে৷ ভক্ত তাঁর কয়েকবন্ধুসহ থানায় নিয়ে গেলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে৷ তবে সেই ঘটনায় কয়েক পুলিশকে ‘সাসপেন্ড' করা হয়েছে বলেও জানা গেছে৷
এদিকে, বর্তমানে বাংলাদেশ সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল৷ গত জুলাইয়ে গুলশানে বিদেশিদের উপর হামলার পর এটাই সেদেশে পশ্চিমা একটি ক্রিকেট দল সফর করছে৷ পুরো সফর চলাকালে ইংলিশ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে তাই সর্বোচ্চ চেষ্টাই করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী৷