মাস্ক পরা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
২২ জুলাই ২০২০বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে মাস্ক পরা বা নাক মুখ ঢেকে রাখা একজন সুস্থ মানুষের শারীরিক শক্তি কমিয়ে দিতে ভূমিকা রাখে৷ এই তথ্য প্রকাশ করেছে গত সোমবার জার্মানির লাইপৎজিশ বিশ্ববিদ্যালয় হাসপাতাল৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, যারা মাস্ক পরে শারীরিক পরিশ্রম করেন, তাদের কি কাজের মাঝে আগের তুলনায় এখন আরও বেশি বিরতি নেওয়া উচিত? তবে জার্মানিতে এখনো মাস্ক পরার কথা চিকিৎসকরা জোর দিয়ে বলেছেন৷
বিশেষজ্ঞরা তাদের সমীক্ষা চালাতে দুই ধরনের মাস্ক ব্যবহার করেন, সার্জিক্যাল মাস্ক এবং এফএফপি মাস্ক- যা সাধারণত চিকিৎসকরা ব্যবহার করেন৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের বিশেষ ধরনের স্টেশনারি বাইক বা সাইকেল চালাতে দেয়া হয়৷ কখনো মাস্ক ছাড়া আবার কখনো সার্জিক্যাল মাস্ক বা এফএফপি মাস্কসহ৷ মাস্ক অংশগ্রহণকারীদের শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করে৷ নিঃশ্বাস ছাড়ার সময় বাতাসের গতি কমে যেতে দেখা যায়৷ তাছাড়া এর্গোমিটার বা বিশেষ সাইকেল চালকদের সম্ভাব্য সর্বোচ্চ শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়৷ সেই সময় তারা স্বস্তিবোধ করেছিলেন না বলেও জানান৷
লাইপৎজিশের চিকিৎসকরা বলেন, ‘‘এই সমীক্ষাটি কোনোভাবেই সমালোচনা বা মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়ে নয়৷ বরং করোনা মহামারির বিস্তাররোধে বা কমিয়ে আনতে মাস্ক পরা জরুরি৷ মাস্ক পরে থাকলে একজন সুস্থ মানুষের শারীরিক শক্তি ধীরে ধীরে কমে যায় তা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলেও করোনার ভয়াবহতার কথা আমাদের বিবেচনায় রাখা উচিত৷’’
এনএস/এসিবি (এএফপি)