মিংক মারা হবে আয়ারল্যান্ডেও
২০ নভেম্বর ২০২০ডেনমার্কে মিংক মারা নিয়ে বিতর্কের মধ্যেই আয়ারল্যান্ড জানিয়ে দিল, তারা এ বার একই পথে হাঁটবে। এক লাখের মতো মিংক মারা হবে। করোনার আতঙ্কে এই সিদ্ধান্ত।
প্রথমে ডেনমার্ক ও পরে সুইডেনে মিংক পালনের দায়িত্বে থাকা কর্মীদের করোনা হয়। তারপরেই কিছু বিশেষজ্ঞ বলেন, মিংক থেকেই করোনা ছড়িয়েছে। তড়িঘড়ি করে কোটি খানেক মিংক মারা হয় ডেনমার্কে। বেজির মতো দেখতে এই প্রাণীর পশম ফ্যাশন দুনিয়ায় খুবই জনপ্রিয়।
ডেনমার্কের ঘটনায় ভয় পেয়ে গেছেন আইরিশ কর্তৃপক্ষ। তাঁরা লাখ খানেক মিংক মারার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। আয়ারল্যান্ডে এখনো পর্যন্ত কোনো মিংক করোনায় আক্রান্ত হয়নি। তা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, মিংক পালনে ঝুঁকি দেখা দিয়েছে। কারণ, মিংক করোনায় আক্রান্ত হচ্ছে। সেখান থেকে বিপদের কারণ ঘটছে। তাই পালিত মিংক মেরে ফেলা হবে।
আইরিশ জাতীয় মিডিয়ার রিপোর্ট হলো, সারা দেশে তিনটি মিংক খামার আছে। যেখানে এক লাখের মতো মিংক আছে।
সুইডেন জানিয়েছে, সেখানে মিংক পালনের সঙ্গে যুক্ত বহু কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন এই সংক্রমণের সঙ্গে মিংকের যোগ আছে কি না, তা কর্তৃপক্ষ তদন্ত করে দেখছেন। ডেনমার্কে অবশ্য মিংক মারা শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, এভাবেই মিংক থেকে করোনা ছড়ানো পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। তবে ডেনমার্কে মিংক মারা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। কৃষিমন্ত্রী ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়ছে।
আর উদ্বেগ বাড়ছে মিংক পালনকারীদের। অ্যামেরিকা, ইটালি, নেদারল্যান্ড, স্পেনের মিংক পালকরা খুবই চিন্তায়।
জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)